Advertisement
আসাদ
সাইফুল্লাহ বায়েজীদ
আসাদ নয় কোনো ভয়ার্ত চিৎকার
আসাদ মানে মহামন্ত্র
আসাদ মানে গণতন্ত্র
আসাদ মানে অধিকার আদায়ের দৃপ্ত অঙ্গীকার ।
আসাদ নয় কোনো অনাকাঙ্ক্ষিত বিপ্লব
আসাদ মানে দৃপ্ত শ্লোগান
আসাদ মানে সাম্যের গান
আসাদ মানে বন্দি পাখির মুক্তি-কলরব।
আসাদ নয় কোনো মহাকাব্যের নাম
আসাদ নয় কোনো ভীত হরিণীর চোখ
আসাদ মানেই গর্জে ওঠা
আসাদ মানেই স্বাধীনতা
আসাদ মানে বর্ষাকালে উদ্ধত মেঘনার বুক ।
আসাদ নয় কোনো বিরহী পাখির গান
আসাদ মানে স্বপ্ন দেখা
আসাদ মানে বাঁচতে শেখা
আসাদ মানে যুগে যুগে শকুন বধের বিপ্লব অভিযান ।