‘সুচেতনা’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন

326
Advertisement

‘সুচেতনা’কবিতার বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনুশীলনের জন্য আজ “সুচেতনা” কবিতার বহুনির্বাচনি প্রশ্ন প্রকাশিত হলো-

Created by admin

সুচেতনা(বহুনির্বাচনি)

1 / 20

১। জীবনানন্দ দাশ কোন পেশায় যুক্ত ছিলেন ?

2 / 20

২। কবি 'সুচেতনা' শবটি কী অর্থে ব্যবহার করেছেন ?

3 / 20

৩। কবির ভাবনায় সুচেতনা কীসের সঙ্গে তুলনীয় ?

4 / 20

৪। 'সুচেতনা' কবিতায় মানুষ কার কাছে ঋণী বলে কবি উল্লেখ করেছেন ?

5 / 20

৫। কবি সুচেতনাকে দূরতর দ্বীপ হিসেবে কল্পনা করেছেন কেন ?

6 / 20

৬। কবির মতে, দারুচিনি বনানীর ফাঁকে কোনটি রয়েছে ?

7 / 20

৭। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কী বলে আখ্যা দিয়েছেন ?

8 / 20

৮। কোনটি জীবনানন্দ দাশ রচিত উপন্যাস ?

9 / 20

৯। কোনটি পৃথিবির শেষ সত্য সত্য নয় ?

10 / 20

১০। কবি দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতার কথা বলেছেন কেন ?

11 / 20

১১। 'সুচেতনা' কবিতায় কোনটিকে অনেক শ্তাব্দির মনীষীর কাজ বলে কবি উল্লেখ করেছেন ?

12 / 20

১২। 'সুচেতনা' কবিতায় 'এই পথে আলো জ্বেলে' বলতে কোন পথকে বোঝানো হয়েছে ?

13 / 20

১৩। 'এ বাতাস কী পরম সূর্যকরোজ্জ্বল'- চরণটিতে প্রকাশিত হয়েছে-

14 / 20

১৪। কবি কোন সময়ে ভালো মানবসমাজ গড়ে দেওয়ার কথা বলেছেন ?

15 / 20

১৫। কবি মনে করেন মানুষের শুভচেতনা-

i. দ্বীপের মতো বিচ্ছিন্ন

ii.সর্বত্র বিরাজমান

iii. সভ্যতা থেকে দূরে

কোনটি সঠিক ?

16 / 20

১৬। কবি সুচেতনার সাথে যে দ্বীপের সাদৃশ্য দেখেছেন সে দ্বীপ-

i. বিকেলের নক্ষত্রের কাছে

ii. সেখানে নির্জনতা আছে

iii. মানুষের হিংসা- বিদ্বেষকে দূর করে

কোনটি সঠিক ?

17 / 20

১৭। 'না এলেই ভালো হতো' -কবির এ অনুভবের কারণ কী ?

i. পৃথিবীর চারদিকে সংকট

ii. অশুভ শক্তির তৎপরতা

iii. মানুষের সম্প্রীতি

নিচের কোনটি সঠিক ?

18 / 20

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাওঃ

'প্রাণহীন বিবর্ণ নগরে

আমি যেন নির্জন দূরতর দ্বীপ'

১৮। উদ্দীপকের 'দূরতর দ্বীপ' -'সুচেতনা' কবিতার কোনটির সাথে তুলনীয় ?

19 / 20

১৯। কীসের মাধ্যমে উক্ত দিকটির মাধ্যমে কোনটি পাওয়া সম্ভব ?

20 / 20

২০। 'বনলতা সেন' কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ?

Your score is

The average score is 58%

আরও দেখুন>> Online Exam