‘সুচেতনা’ কবিতার সৃজনশীল প্রশ্ন

558
Advertisement

‘সুচেতনা’ কবিতার সৃজনশীল প্রশ্ন #এইচএসসি বাংলা প্রথম পত্র

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

“সংঘর্ষের সম্ভাবনা, ঠিক জেনো, শেষ হয়ে যাবে-

আমি এমন ব্যবস্থা করবো, একজন গায়ক

অনায়াসে বিরোধীদলের অধিনায়ক হয়ে যাবেন

সীমান্তের ট্রেঞ্চগুলোয় পাহারা দেবে সারাটা বৎসর

লাল নীল সোনালি মাছ।

ভালোবাসার চোরাচালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হয়ে

যাবে,—।”

[শহীদ কাদরী]

ক) জীবনানন্দ দাশের একটি উপন্যাসের নাম লেখ।  ১

খ) ‘এই পথে আলো জ্বেলে- এপথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে’- ব্যাখ্যা কর। ২

গ) উদ্দীপকের সাথে ‘সুচেতনা’ ভাববস্তুর সাদৃশ্যপূর্ণ দিকটি  নিরূপণ কর। ৩

ঘ) উদ্দীপকটি ‘সুচেতনা’ কবিতার সমগ্র ভাবকে প্রতিফলিত করে কি ? তোমার মতের পক্ষে যুক্তি দাও। ৪

আরও দেখুন-MCQ