quiz ‘সিরাজউদ্দৌলা’ নাটকের বহুনির্বাচনি প্রশ্ন June 7, 2021 541 FacebookTwitterPinterestWhatsApp Advertisement ‘সিরাজউদ্দৌলা’ নাটকের বহুনির্বাচনি প্রশ্ন।।সেট-২ 423 Created on June 07, 2021এইচএসসি বাংলা প্রথম পত্র সিরাজউদ্দৌলা(বহুনির্বাচনি) সেট-২(দ্বিতীয় অঙ্ক-সম্পূর্ণ)সময়-৩০ মিনিট মান-৩০ NameEmail 1 / 30 আলিবর্দি খাঁ কাকে পরাজিত করে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন? শায়েস্তা খাঁ সরফরাজ খাঁ সুজাউদ্দিন মুর্শিদকুলি খাঁ 2 / 30 'আমরা একবাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম'- 'সিরাজউদ্দৌলা' নাটকে উক্তিটি কার ? জগৎশেঠ রাজবল্লভ উমিচাঁদ রায়দুর্লভ 3 / 30 আলিবর্দি খাঁর বাবা কোন দেশীয় ছিলেন ? আরবদেশীয় ইরানীয় আফগান তুর্কি 4 / 30 'অর্থাৎ ঘুস খেয়ে খেয়ে ঘুস কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে'-উক্তিটি কার ? ক্লেটন ওয়াটসন হলওয়েল মার্টিন 5 / 30 মিরজাফর কোথা থেকে নিঃস্ব অবস্থায় ভারতবর্ষে আসেন ? পারস্য ইয়েমেন তুরস্ক মধ্যপ্রাচ্য 6 / 30 ঘোসেটি বেগমের মহলের নাম কী ? পান্নামতি তারা মঞ্জিল মতিঝিল হীরাঝিল 7 / 30 কত টকার বিনিময়ে মোহাম্মদি বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে ? ৮ হাজার টাকা ৭ হাজার টাকা ১০ হজার টাকা ৫ হাজার টাকা 8 / 30 মিরজাফর নবাব হয়ে ক্লাইভকে কী উপহার দিয়েছিল ? আলিনগরের দেওয়ানি চব্বিশ পরগনার স্থায়ী মালিকানা নগদ ৫০ হাজার টাকা বাংলার মসনদ 9 / 30 কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে ? মিরন সিরাজ মিরজাফর শওকত জঙ্গ 10 / 30 কার অনুমতি পেলে ইংরেজরা জঙ্গল কেটে হাট বসাবে ? উমিচাঁদ সিরাজ শওকত জঙ্গ মানিকচাঁদ 11 / 30 'সিরাজউদ্দৌলা' নাটকে দলিল সই করতে গিয়ে কার বুকের ভেতর হঠাৎ যেন কেঁপে উঠলো? রায়দুর্লভ উমিচাঁদ রাজবল্লভ মিরজাফর 12 / 30 পলাশীর যুদ্ধে সিরাজের বাহিনীর কামানের সংখ্যা কত ছিল? ১০টি ৫০টি ৪০ টি ৩০ টি 13 / 30 'সিরাজউদ্দৌলা' নাটকের চতুর্থ অঙ্কে কয়টি দৃশ্য রয়েছে ? ২ টি ৫টি ৩ টি ৪টি 14 / 30 'দওলত আমার কাছে ভগবানের দাদা মশায়ের চেয়েও বড়' -উক্তিটি কার ? উমিচাঁদ নন্দকুমার রায়দুর্লভ জগৎশেঠ 15 / 30 উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) দুটি প্রশ্নের উত্তর দাওঃকিন্তু যে সাধেনি কভু জন্মভূমি হিত,স্বজাতির সেবা যে করেনি কিঞ্চিৎজানাও সে নরাধমে জানাও সত্বরঅতীব ঘৃণিত সেই পাষণ্ড বর্বর।**উদ্দীপকের 'নরাধম' ও 'বর্বর' শব্দ দ্বারা 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রকে বোঝানো যায় ? মিরজাফর নারান সিং সাঁফ্রে মোহনলাল 16 / 30 ** উক্ত চরিত্রে প্রতিফলিত হয়েছে-i. প্রাতারণাii. স্বার্থপরতাiii. বিশ্বাসঘাতকতানিচের কোনটি সঠিক ? ii ও iii i ও ii i, ii ও iii i ও iii 17 / 30 'অদৃষ্টের পরিহাস, তাই ভুল করেছিলাম'- উক্তিটি কার ? মিরজাফর সিরজউদ্দৌলা নারান সিং ঘসেটি বেগম 18 / 30 রাইসুল জুহালা ছিলেন - উমিচাঁদের গুপ্তচর সিরাজউদ্দৌলার গুপ্তচর মিরজফরের গুপ্তচর দরবারের নৃত্যশিল্পী 19 / 30 নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) দুটি প্রশ্নের উত্তর দাওঃশামসুজ্জামানের বাবা অনাথ হাবিবকে লালন পালন করেন। শামসুজ্জামানের সাথে তার চাচা মোতালেবের বিরোধ বাঁধলে অর্থের লোভে মোতালেবের নির্দেশে হাবিব শামসুজ্জামানকে হত্যা করে।** উদ্দীপকের হাবিব 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধি ? মিরন রাজবল্লভ মোহাম্মদী বেগ উমিচাঁদ 20 / 30 সাদৃশ্যের কারণ, উভয়েই-i. কৃতঘ্নii. ক্ষমতালোভীiii.অর্থলোভীনিচের কোনটি সঠিক ? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 21 / 30 নবাবের দরবারে কোম্পানীর প্রতিনিধি কে? রজার ড্রেক ক্লেটন ওয়াটস হলওয়েল 22 / 30 মিরজাফর ১৭৫৭ সালের কত তারিখে বাংলার মসনদে বসেন ? ২২ জুন ২৯ জুন ২৩ জুন ২৫ জুন 23 / 30 'সিরাজউদ্দৌলা' নাটকে জাল দলিলে অ্যাডমিরাল ওয়াটসনের সই জাল করেছিল কে ? হলওয়েল লুসিংটন কিলপ্যাট্রিক ক্লাইভ 24 / 30 মিরজাফরের গুপ্তচরের নাম কী ? কমর বেগ কৃষ্ণবল্লভ মির মুন্সী উমর বেগ 25 / 30 কত তারিখে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করে ? ১৭৫৭ সালের ২রা জুলাই ১৭৫৭ সালের ২৪শে জুন ১৭৫৭ সালের ৫ই জুলাই ১৭৫৭ সালের ৩০শে জুন 26 / 30 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের আসল চিঠি গায়েব করে কোম্পানির কাছে নকল চিঠি পাঠাচ্ছে কে ? উমর বেগ নন্দকুমার মানিকচাঁদ মির মুন্সি 27 / 30 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশীর যুদ্ধে নবাবের সৈন্য সংখ্যা কত ছিল ? প্রায় পঁয়তাল্লিশ হাজার প্রায় পঞ্চাশ হাজার প্রায় চল্লিশ হাজার প্রায় পঁয়ত্রিশ হাজার 28 / 30 "সিরাজের পতন কে না চায় ?" - উক্তিটি কার ? রাজবল্লভ জগৎশেঠ মিরজাফর ঘসেটি বেগম 29 / 30 উমিচাঁদ কোথা থেকে এদেশে এসেছে ? পাটনা হায়দ্রাবাদ তুরস্ক লাহোর 30 / 30 পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে সৈন্য সংগ্রহের উদ্দেশ্যে সিরাজ কোথায় যেতে চেয়েছিল? হায়দ্রাবাদ পাটনা লাহোর ঢাকা Your score is LinkedIn Facebook VKontakte Send feedback সিরাজউদ্দৌলা(বহুনির্বাচনি:সেট-১)