সাম্যবাদী কবিতার সৃজনশীল প্রশ্ন

275
Advertisement

প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনুশীলনের সুবিধার্থে আজ ‘সাম্যবাদী’ কবিতা থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন তুলে ধরা হলো
সাম্যবাদী (সৃজনশীল প্রশ্ন)

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
লজ্জা কি তুমি পাবে না?
ক. ‘সাম্যবাদী’ কবিতায় ‘আরব দুলাল’ কে? ১
খ. ‘কেন খুঁজে ফের দেবতা-ঠাকুর মৃত-পুঁথি-কঙ্কালে?’- এ উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে? ২
গ. উদ্দীপকে সাম্যবাদী কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে- ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘উদ্দীপকে “সাম্যবাদী” কবিতার মূল সুর ধ্বনিত হলেও “সাম্যবাদী” কবিতা বৈচিত্র্যময় তথ্য উপমায় অধিকতর ব্যঞ্জনাবহ হয়েছে’-মন্তব্যটি বিশ্লেষণ কর। ৪