quiz ‘লালসালু’ উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্ন May 31, 2021 288 FacebookTwitterPinterestWhatsApp Advertisement ‘লালসালু’ উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্ন।। এইচএসসি বাংলা প্রথম পত্র(উপন্যাস) 616 Created on May 31, 2021এইচএসসি বাংলা প্রথম পত্র লালসালু(বহুনির্বাচনি) শেষ অর্ধেক সময়-৩০ মিনিট মান-৩০ NameEmail 1 / 30 'লালসালু' উপন্যাসে আক্কাসের বাবার নাম কী ? কালু মিয়া মোদাব্বের মিয়া দুদু মিয়া সলেমন মিয়া 2 / 30 'লালসালু' উপন্যাসে সমস্ত আস্ফালনের মুখে চুন দিল কে? জমিলা আমেনা রহিমা মজিদ 3 / 30 নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) দুটি প্রশ্নের উত্তর দাও: 'হাজার বছর ধরে' উপন্যাসে মকবুল বুড়োর ছোটো বউ টুনি সংসার কাকে বলে জানে না। কিশোরীসুলভ আচরণ তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। ** উদ্দীপকের টুনির সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে ? হাসুনির মা তানু বিবি জমিলা রহিমা 4 / 30 ** উদ্দীপকে লালসালু উপন্যাসের কোন বিষয়টি ফুটে উঠেছে ? সামাজিক গোঁড়ামি বাল্যবিবাহ বহুবিবাহ ধর্মান্ধতা 5 / 30 আমেনা বিবিকে তালাক দেয়ার প্রকৃত কারণ কী ? আমেনা বিবির চরিত্রের স্খলন মজিদের অহমিকায় ঘা পড়ায় সন্তান দানে অক্ষমতা খালেক ব্যাপারীর মানসিক যন্ত্রণা 6 / 30 'লালসালু' উপন্যাসে কয়টি মক্তবের কথা উল্লেখ করা হয়েছে ? তিনটি চারটি একটি দুইটি 7 / 30 'লালসালু' উপন্যাসে জন্মবেদনার তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করে কে ? আমেনা খালেক ব্যাপারী রহিমা মজিদ 8 / 30 রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কেন ? i. স্বামীভক্তি ii. ধর্মনিষ্ঠা iii. সমাজের আনুগত্য নিচের কোনটি সঠিক? i ও iii ii ও iii i, ii ও iii i ও ii 9 / 30 "তার আনুগত্য ধ্রুব তারার মতো অনড়"- কার ? মজিদ খালেক ব্যাপারী আমেনা রহিমা 10 / 30 মসজিদ নির্মাণের কাজ শেষ হয়েছিল কোন মাসে? ফাল্গুন বৈশাখ চৈত্র জ্যৈষ্ঠ 11 / 30 কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল ? বারো তেরো পনেরো চৌদ্দ 12 / 30 'লালসালু' উপন্যাসে সুন্দর সকালটাকে খান খান করে দিয়েছিল কে ? আক্কাস রহিমা জমিলা খ্যাংটা বুড়ি 13 / 30 মজিদের বাড়ির অন্দরে বাইরে আসা-যাওয়া করে কে ? বুড়ো আওলাদ ধলা মিঞা হাসুনির মা খালেক ব্যাপারী 14 / 30 সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি ? ঢাকা লন্ডন কলকাতা প্যারিস 15 / 30 জমিলাকে নিয়ে রহিমার মনে কোন ভাব জাগে ? শাশুড়ির বড় বোনের মাতৃত্বের সতীনের 16 / 30 'তা এই বদ মতলব কেন হইল?'- এখানে 'বদ মতলব' বলতে কী বোঝানো হয়েছে ? আমেনা বিবির পানি পড়া খাওয়া হাসুনির মায়ের মজিদকে সব বলে দেয়া মজিদের দ্বিতীয় বিয়ে স্কুল প্রতিষ্ঠা 17 / 30 মজিদ হসুনির মায়ের জন্য কী রঙের শাড়ি কিনে আনে ? লাল বেগুনি নীল হলুদ 18 / 30 মজিদের মুখে জমিলার থুথু দেওয়ার মধ্য দিয়ে জমিলা চরিত্রের কোন দিক ফুটে উঠেছে ? i. প্রতিবাদী দেতনা ii. প্রথাবিরোধী মনোভাব iii. শিশুসুলভ আচরণ নিচের কোনটি সঠিক ? i, ii ও iii i ও iii i ও ii ii ও iii 19 / 30 গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কে ? তাহেরের বাপ আক্কাস মোদাব্বের মিয়া খালেক ব্যাপারী 20 / 30 মজিদের প্রস্তাবকৃত মসজিদের কত আনা খরচ খালেক ব্যাপারী বহন করতে চায় ? পনেরো আনা আট আনা দশ আনা বারো আনা 21 / 30 কত দিন পর পর মাজারের সংস্কার হয় ? তিন-চার বছর দুই-তিন বছর দুই-এক বছর চার-পাঁচ বছর 22 / 30 'মোদাচ্ছের'-কথাটির অর্থ কী ? ধার্মিক নাম না-জানা অপরিচিত আগন্তুক 23 / 30 "ওটা ছিল নিশানা, আনন্দের আর সুখের"- কোনটা ? মাজার মসজিদ মক্তব তালগাছ 24 / 30 "কও বিবি কী করলাম? আমার বুদ্ধিতে জানি কুলায় না।"- এখানে মজিদ চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে ? অসহায়ত্ব হতাশা গ্লানি অনুশোচনা 25 / 30 "ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে"- উক্তিটি কার ? রহিমার আমেনার জমিলার হাসুনির মার 26 / 30 "সে যেন খাঁচায় ধরা পড়েছে"- কে ? হাসুনির মা আমেনা আক্কাস জমিলা 27 / 30 'লালসালু' কী ধরনের উপন্যাস ? আঞ্চলিক ধর্ম-আশ্রিত ঘটনানির্ভর সমাজ-সমস্যামূলক 28 / 30 'লালসালু" উপন্যাসে সিদ্ধ ধানের ভাঁপের শব্দকে ঔপন্যাসিক কীসের সাথে তুলনা করেছেন? নদীর স্রোত কালো ধোঁয়া সাপের শিস ট্রেনের হুইশেল 29 / 30 'লালসালু' উপন্যাসে "মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালুতীরে কী যেন খোঁজে।"-এ বাক্যে প্রকাশ পেয়েছে - বালুতীরের প্রতি আকর্ষণ অসীমকে ছেড়ে দৃশ্যমানের প্রতি আগ্রহ অবিশ্বাস সন্দেহ 30 / 30 'তোমার দাড়ি কই মিঞা'- উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে ? তাহের কাদের তাহেরের বাপ আক্কাস Your score is LinkedIn Facebook VKontakte Send feedback আরও দেখুন- লালসালু(বহুনির্বাচনি)