‘রেইনকোট’ গল্পের সৃজনশীল প্রশ্ন

767
Advertisement

‘রেইনকোট’ গল্পের সৃজনশীল প্রশ্ন #এইচএসসি বাংলা প্রথম পত্র#একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

তুমি আসবে বলে হে স্বাধীনতা,

সাকিনা বিবির কপাল ভাঙল,

সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।

তুমি আসবে বলে, হে স্বাধীনতা,

শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো

দানবের মতো চিৎকার করতে করতে।

তুমি আসবে বলে, হে স্বাধীনতা,

ছাত্রাবাস বস্তি উজাড় হলো। রিকোললেস রাইফেল

আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র।

[তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা: শামসুর রাহমান]

ক) ‘রেইনকোট’ গল্পে উর্দুর প্রফেসরের নাম কী? ১

খ) “রাশিয়ার ছিল জেনারেল উইন্টার,আমাদের জেনারেল মনসুন” – ব্যাখ্যা কর। ২

গ) উদ্দীপকের সাথে ‘রেইনকোট’ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি  বর্ণনা কর।  ৩

ঘ) “উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পের পটভূমি এক হলেও ‘রেইনকোট’ গল্পের প্রতীকী ব্যঞ্জনা গভীর তাৎপর্য বহন করে।” -মন্তব্যটি মূল্যায়ন কর।  ৪