বিড়াল (সৃজনশীল প্রশ্ন)

351
Advertisement

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

প্রার্থনা বেশি কিছু নয়

আমার ঘামের দাম।

তা’য়ো দেবে না কি?

তবে শোন, ধান কাটা শেষ

কাস্তের অবকাশ।

সুতরাং সময় কাটাতে

তোমার কণ্ঠনালীতে

এবার সে ছোঁবে।

ক) ‘নৈয়ায়িক’ শব্দের অর্থ কী?                                                                                     ১

খ) ‘তোমার কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক’ ব্যাখ্যা কর।                                                        ২

গ) উদ্দীপকে বিড়াল প্রবন্ধে বর্ণিত বঞ্চনার কথা কতোটা প্রতিফলিত হয়েছে আলোচনা কর।             ৩

ঘ)”‘বিড়াল’ প্রবন্ধে বর্ণিত অধিকারবোধের সশস্ত্র প্রকাশ ঘটেছে  উদ্দীপকে ।” -মন্তব্যটি মূল্যায়ন কর । ৪

আরও দেখুন: ‘বিড়াল’ প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন