‘বিলাসী’ গল্পের সৃজনশীল প্রশ্ন

3421
Advertisement

‘বিলাসী’ গল্পের সৃজনশীল প্রশ্ন




নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

‘সৌদামিনী মালো’ গল্পে স্বামীর মৃত্যুর পর সৌদামিনী ধানী জমি, বসতবাড়ি, পুকুরসহ কয়েক একর সম্পত্তির মালিক হয়। এই সম্পত্তির ওপর নজর পড়ে তার দেবর মনোরঞ্জনের। একবার দুর্ভিক্ষের সময় সৌদামিনী ধানক্ষেতের পাশে একটি একটি  শিশু খুঁজে পেয়েছিলো যাকে সে কোলে তুলে নিয়ে আসে এবং পুত্রস্নেহে লালন পালন করে। সম্পত্তি দখলের জন্য মনোরঞ্জন এই বলে প্রচার করে যে সৌদামিনী নমঃশূদ্র হয়ে সৌদামিনী ব্রাহ্মণ সন্তানকে  লালনপালন করে তার জাত নষ্ট করেছে।

ক) মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো ?                                                ১

খ) ‘গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিলো এমনি সুনাম।’ -ব্যাখ্যা কর ।               ২

গ) ‘উদ্দীপকের সৌদামিনী মালো চরিত্রের সাথে ‘বিলাসী’ গল্পের  বিলাসীর সাদৃশ্য তুলে ধর।   ৩

ঘ) উদ্দীপকে  ‘বিলাসী’ গল্পের তৎকালীন রক্ষণশীল স্বার্থান্বেষী  সমাজের যে চিত্র ফুটে উঠেছে তার চিত্র বিশ্লেষণ কর ।                                                            ৪

 

আরও দেখুন: ‘বিলাসী'(বহুনির্বাচনি)