বিভীষণের প্রতি মেঘনাদ (সৃজনশীল প্রশ্ন)
জনপ্রিয় রোম সম্রাট সিজারের সভাসদ ক্যাসিয়াস ভাবলেন, সিজার ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠছেন। ক্যাসিয়াস সিদ্ধান্ত নিলেন, সিজারকে ক্ষমতাচ্যুত করতে হবে। সিজারকে ক্ষমতাচ্যুত করার একমাত্র উপায় তাঁকে হত্যা করা। নানা ছলে এই হত্যার পরিকল্পনায় তিনি যুক্ত করলেন সিজারের ঘনিষ্ঠজন ব্রুটাসসহ তাঁরই সভাসদের আরও কয়েকজনকে। যথারীতি ১৫ মার্চ রাজসভায় উপস্থিত হন সিজার। সিজারের ঘনিষ্ঠজন ব্রুটাস আর ক্যাসিয়াস তাঁদের সঙ্গীসহ সেদিন নৃশংসভাবে হত্যা করেন সিজারকে। খুনিদলের মধ্যে প্রিয়জন ব্রুটাসকে দেখে অবাক সিজার মৃত্যুর কোলে ঢলে পড়তে পড়তে বলেন, ‘ব্রুটাস, তুমিও?’
ক) সৌমিত্রি কে ? ১
খ) ‘নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে
এ কথা কোন কথা’- ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপকে প্রকাশিত ব্রুটাসের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে ? – তা তুলে ধরো। ৩
ঘ) ‘মেঘনাদ ও জুলিয়াস সিজার উভয় চরিত্রের পরিণতি এক হলেও মেঘনাদ স্বীয় গুণাবলিতে অনন্য মহিমায় ভাস্বর’ – মন্তব্যটি যাচাই কর। ৪
বিভীষণের প্রতি মেঘনাদ বহুনির্বাচনি প্রশ্ন