‘বায়ান্নর দিনগুলো’ বহুনির্বাচনি প্রশ্ন

305
Advertisement

 ‘বায়ান্নর দিনগুলো’ বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আজ ‘বায়ান্নর দিনগুলো’ রচনার বহুনির্বাচনি প্রকাশিত হলো-

566
Created on

বায়ান্নর দিনগুলো(বহুনির্বাচনি)

সময়-৩০ মিনিট পূর্ণমান-৩০

1 / 30

'বাংলাদেশ যে আপনার কাছে অনেককিছু আশা করে' - এখানে ' অনেক কিছু' বলতে বোঝানো হয়েছে-

2 / 30

'বাংলাদেশ যে আপনার কাছে অনেক কিছু প্রত্যাশা করে'- উক্তিটি দ্বারা 'বায়ান্নর দিনগুলো' রচনায় কী বোঝানো হয়েছে ?

3 / 30

'আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল'-বঙ্গবন্ধুর এ উক্তিতে নুরুল আমিনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ?

4 / 30

১৯৫২ সালে পাকিস্তানের শাসন ক্ষমতায় ছিল কোন দল?

5 / 30

বঙ্গবন্ধুকে ঢাকা থেকে কোন জেলে স্থানান্তর করা হয় ?

6 / 30

'আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল'- নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধু এ মন্তব্য করেন ?

7 / 30

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি ?

8 / 30

বঙ্গবন্ধুর অসমাপ্ত 'আত্মজীবনী' কত সালে প্রকাশিত হয় ?

9 / 30

‘আপনার বিরুদ্ধে আমাদের বলবার কিছু নাই’—কার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অভিযোগ ছিল না?

10 / 30

শেখ মুজিবুর রহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

 

 

 

11 / 30

অনশনের সময় শেখ মুজিবুর রহমান কয়টা চিঠি লিখেছিলেন?

 

 

 

12 / 30

মহিউদ্দীন আহমদ কোন রোগে ভুগছিলেন?

13 / 30

কতসালে বঙ্গবন্ধু ‘জুলিও কুরি’ পদকে ভূষিত হন?

14 / 30

শেখ মুজিবুর রহমান ও তার সহকর্মী রাত কয়টার সময় স্টেশনে এসেছিলেন?

15 / 30

  ফরিদপুরে শোভাযাত্রা চলছিল কোন তারিখে?  

16 / 30

'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে ?

17 / 30

মহিউদ্দীন রাজনৈতিক কারণে কারাভোগ করেন-

i. ব্রিটিশ আমলে

ii. পাকিস্তান আমলে

iii. বাংলাদেশ আমলে

নিচের কোনটি সঠিক ?

18 / 30

নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) প্রশ্নদুটোর উত্তর দাওঃ

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশের মানুষের জন্য আন্দোলন করেন।আন্দোলন সংগ্রামের নেতৃত্বে তিনি ছিলেন পুরোধা, নিবেদিতপ্রাণ। তিনি কখনো কারো কাছে মাথা নত করেননি।

**উদ্দীপকের মাওলানা ভাসানীর সাথে তোমার বইয়ের কোন চরিত্রের মিল রয়েছে ?

19 / 30

**এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ-

i. আপসহীন মনোভাব

ii. অনশন দ্বারা দাবি আদায়

iii. উদ্দেশ্য বাস্তবায়ন

নিচের কোনটি সঠিক ?

 

20 / 30

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস কোনটি?

21 / 30

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালের ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলেন ?

22 / 30

বাংলাদেশের মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি ?

23 / 30

'অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে'- 'বায়ান্নর দিনগুলো' রচনায় এ উক্তিতে বঙ্গবন্ধুর যে মনোভাব প্রকাশিত হয়েছে-

i. দেশপ্রেম

ii. অটল

iii. আত্মসমর্পণ

নিচের কোনটি সঠিক ?

24 / 30

'মানুষের যখন পতন আসে, তখন পদে পদে ভুল হতে থাকে'-বঙ্গবন্ধুর এ উক্তিতে  কোন বৈশিষ্ট্য প্রকাশ  পেয়েছে-

i. ইতিহাসবোধব্যা

ii. অভিজ্ঞতা

iii. ভাগ্যবিড়ম্বনা

25 / 30

গণআজাদি লীগ নেতা কে ছিলেন ?

26 / 30

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে ঢাকা সেন্ট্রাল জেলের গেটে নিয়ে যাওয়া হয় ?

27 / 30

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে 'অসমাপ্ত আত্মজীবনী' রচনা করেন ?

28 / 30

১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য কয়টি অর্ডার এসেছিল ?

29 / 30

'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু কাকে তাঁর সহকর্মীদের খবর দিতে বলেছিলেন ?

30 / 30

'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধুকে গোয়ালন্দ থেকে ফরিদপুর কীসে করে নিয়ে যাওয়া হয় ?



এইচএসসি বাংলা(বহুনির্বাচনি)