quizবাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন(বহুনির্বাচনি) December 10, 20203861FacebookTwitterPinterestWhatsApp Advertisementবাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন(বহুনির্বাচনি) 605 Created on December 10, 2020 By adminবাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন NameEmail 1 / 20১। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে লেখক কীসের জন্য লিখতে নিষেধ করেছেন ?i.যশii. টাকাiii. সৌন্দর্য সৃষ্টিনিচের কোনটি সঠিক ? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii 2 / 20২। 'বঙ্গদর্শন' পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয় ? ক) ১৮৭০ খ) ১৮৭১ গ) ১৮৭২ ঘ) ১৮৭৩ 3 / 20৩। লেখকের মতে, সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধরণ করা- ক) অরুচিকর খ) মহাপাপ গ) অপ্রয়োজনীয় ঘ) লঘুপাপ 4 / 20৪। রচনার পারিপাট্যের জন্য কোনটি বিশেষ হানিকর ? ক) রচনা ফেলে রাখা খ) অলঙ্কার প্রয়োগ গ) বিদ্যা প্রকাশের চেষ্টা ঘ) যশের জন্য লেখা 5 / 20৫। প্রাচীন রীতি অনুযায়ী 'যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি- ক) বার বার পড়তে হবে খ) কেটে দিতে হবে গ) বন্ধুদেরকে পড়তে দিতে হবে ঘ) ফেলে রাখতে হবে 6 / 20৬। বঙ্কিমচন্দ্রের মতে এখনকার প্রবন্ধে কোনটি বড় বেশি দেখতে পাওয়া যায় ? ক) কঠিন শব্দের ব্যবহার খ) যশের জন্য লেখা গ) অলঙ্কার প্রয়োগের চেষ্টা ঘ) বিদেশি ভাষার উদ্ধৃতি 7 / 20৭। 'এ কথা কদাপি মনে স্থান দিও না'- কোন কথা ? ক) অন্যের অনুকরণ খ) দুর্বোধ্য শব্দ প্রয়োগ গ) অলঙ্কার প্রয়োগের চেষ্টা ঘ) টকার জন্য লেখা 8 / 20৮। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ? ক) বঙ্গদর্শন খ) সবুজপত্র গ) সম্বাদ প্রভাকর ঘ) প্রচার 9 / 20৯। কোনটি লেখকের পক্ষে অবনতিকর ? ক) টাকার জন্য লেখা খ) যশের জন্য লেখা গ) সাময়িক সাহিত্য ঘ) সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে লেখা 10 / 20১০। বঙ্কিমচন্দ্রের মতে, সাহিত্য রচনার উদ্দেশ্য কী ? ক) লোকরঞ্জন খ) যশ লাভ গ) মানব কল্যাণ ঘ) টাকা উপার্জন 11 / 20১১। কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিমচন্দ্রের সাহিত্য রচনার সূত্রপাত ঘটে ? ক) সম্বাদ প্রভাকর খ) প্রচার গ) সবুজপত্র ঘ) বঙ্গদর্শন 12 / 20১২। কখন লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে ? ক) যশের জন্য লিখলে খ) অর্থের জন্য লিখলে গ) অলঙ্কার প্রয়োগ করলে ঘ) সহজবোধ্য করে লিখলে 13 / 20১৩। লেখা ভালো হইলে কোনটি আপনি আসিবে? ক) যশ খ) টাকা গ) সম্মান ঘ) ব্যঙ্গ বা অলঙ্কার 14 / 20১৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রণ করেন ? ক) কাঁঠালপাড়া খ) মেদিনীপুর গ) নিমতা ঘ) পাড়াতলী 15 / 20১৫। কোনো লেখক মনুষ্যজাতির মঙ্গলসাধন কিংবা সৌন্দর্যসৃষ্টি ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ করলে তাকে কাদের সাথে তুলনা করা যেতে পারে ? ক) যাত্রাওয়ালা খ) অসাধু ব্যবসায়ী গ) আলঙ্কারিক ঘ) রম্যলেখক 16 / 20১৬। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কোনটি ? ক) সরলতা খ) ব্যঙ্গ গ) উপমা ঘ) চিত্রকল্প 17 / 20নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাওঃপ্রাঞ্জলতা রচনার বড় গুণ। তুমি যাহা লিখিবে লোকে পড়িবামাত্র যেন তাহা বুঝিতে পারে। যাহা লিখিলে, লোকে যদি তাহা না বুঝিতে পারিল, তবে লেখা বৃথা।১৭। উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন প্রসঙ্গের উপস্থাপন লক্ষণীয় ? ক) রচনার স্বকীয়তা খ) রচনার বস্তুনিষ্ঠতা গ) রচনার সরলতা ঘ) রচনার চিরন্তনতা 18 / 20১৮। উল্লেখিত বৈশিষ্ট্যটি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কততম অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে ? ক) ৭ম খ) ৯ম গ) ১০ম ঘ) ৬ষ্ঠ 19 / 20১৯। রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা করা অনুচিত, কেননা-i. বিদ্যা থাকলে তা আপনিই প্রকাশ পায়ii. পাঠক বিরক্তবোধ করেiii. রচনার গুণগত মান নষ্ট হয়নিচের কোনটি সঠিক ? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i,ii ও iii 20 / 20২০। সাহিত্যের উদ্দেশ্য হলো-i. সত্য ও সুন্দরের চর্চাii. পাঠকের মনোরঞ্জনiii. মানবজাতির কল্যাণ সাধনকোনটি সঠিক ? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii Your score isThe average score is 65% LinkedIn Facebook Twitter VKontakte 0% আরও দেখুন: বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন(সৃজনশীল প্রশ্ন)