‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

'প্রত্যাবর্তনের লজ্জা'

14
Advertisement

‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য কবি আলমাহমুদ রচিত  ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রকাশিত হলো। আশা করি তোমরা উপকৃত হবে।

১. আল মাহমুদ কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১১ই জুলাই।

২. আল মাহমুদ এর প্রকৃত নাম কী?

উত্তর: মির আবদুস শুকুর আল মাহমুদ।

৩. আল মাহমুদ কোন পেশায় জড়িত ছিলেন?

উত্তর: সাংবাদিকতা।

৪.  আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর: ‘দৈনিক গণকণ্ঠ’ ও ‘দৈনিক কর্ণফুলী’ পত্রিকার ।

৫.  আল মাহমুদ কোন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যোগদান করেছিলেন?

উত্তর: বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

৬. আল মাহমুদ এর প্রধান কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর: ‘সোনালী কাবিন’।

৭. আল মাহমুদ কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি।

৮. “প্রত্যাবর্তনের লজ্জা” কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

উত্তর: ‘সোনালী কাবিন’।

৯. “প্রত্যাবর্তনের লজ্জা” কবিতার শুরুতে কবি কোথায় যাচ্ছিলেন?

উত্তর: কবি শহরে যাচ্ছিলেন।

১০. কবি ট্রেন ধরতে না পারলে কেমন অনুভব করেছিলেন?

উত্তর: কবি হতাশ ও পরাজিত অনুভব করেছিলেন।

১১. “প্রত্যাবর্তনের লজ্জা” কবিতায় কবি সূর্যের আলোতে কী দেখতে পেয়েছিলেন?

উত্তর: কবি পরিচিত নদী, গ্রাম, আটচালা ঘর দেখেছিলেন।

১২. কবি শহরের জীবন সম্পর্কে কী অনুভব করেন?

উত্তর: শহরের জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতা।

১৩. কবি কীভাবে তার প্রত্যাবর্তনের লজ্জা মুছে ফেললেন?

উত্তর: কবি মাকে জড়িয়ে ধরে লজ্জা মুছে ফেললেন।

১৪. কবির চোখের পাতায় কী জমবে?

উত্তর:  শীতের শিশির বিন্দু।

১৫. কবি কত মাইল হেঁটেছিলেন ?

উত্তর: সাত মাইল।

‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১৬. উৎকণ্ঠিত মুখগুলো কবিকে কীভাবে সান্ত্বনা দিচ্ছিল?

উত্তর: হাত নেড়ে।

১৭. ‘আজ রাত না হয় বই নিয়েই থাক।’–উক্তিটি কার?

উত্তর: কবির মায়ের।

১৮. প্রত্যাবর্তিত কবিকে দেখে তাঁর পিতা কী পড়বেন?

উত্তর: ‘ফাবি আইয়ি আলা ই-রাব্বিকুমা তুকাজ্জিবান’।

১৯. জলার দিকে কী উড়ে যাচ্ছে ?

উত্তর: বকের ঝাঁক।

২০. কে আধ ঘণ্টা আগেই স্টেশনে পৌঁছে যায়?

উত্তর: কবির ভাই ফরহাদ।

২১. কে কখনো ট্রেন ফেইল করে না?

উত্তর: কবির বোন জাহানারা।

২২. কোনগুলো আল মাহমুদের কাব্যগ্রন্থ?

উত্তর: ‘লোক লোকান্তর’, ‘সোনালী কাবিন’, ‘কালের কলস’, ‘বখতিয়ারের ঘোড়া’, ‘আরব্য রজনীর রাজহাঁস’, ‘মায়াবী পর্দা দুলে উঠো’, ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’।

২৩. কোনগুলো আল মাহমুদের ছোটোগল্প?

উত্তর: ‘পানকৌড়ির রক্ত’, ‘সৌরভের কাছে পরাজিত’, ‘গন্ধ বণিক’।

২৪. কোনগুলো আলমাহমুদের উপন্যাস?

উত্তর: ‘ডাহুকী’, ‘কবি ও কোলাহল’, ‘নিশিন্দা নারী’, ‘আগুনের মেয়ে’।

২৫. কোনটি আলমাহমুদের শিশুতোষ কাব্যগ্রন্থ?

উত্তর: ‘পাখির কাছে ফুলের কাছে’।

২৬. পরাজিতের মতো কবির চোখে কী নামবে ?

উত্তর: রোদ নামবে।

২৬. ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতায় কোথাও যাওয়ার কথা থাকলে কে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না?

উত্তর: কবির বোন নাহার।

২৭. সূর্য কীভাবে উঠে আসবে?

উত্তর: নির্লজ্জের মতো।