‘প্রতিদান’ কবিতার সৃজনশীল প্রশ্ন

1058
Advertisement

‘প্রতিদান’ কবিতার সৃজনশীল প্রশ্ন #এইচএসসি বাংলা প্রথম পত্র #২০২১ সালের নতুন সিলেবাস

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

আমার একার সুখ, সুখ নহে ভাই,

সকলের সুখ,সখা, সুখ শুধু তাই।

আমার একার আলো সে যে অন্ধকার,

যদি না সবারে অংশ দিতে পাই।

সকলের সাথে বন্ধু, সকলের সাথে

যাইব কাহারে বল; ফেলিয়া পশ্চাতে।

এক সাথে বাঁচি আর এক সাথে মরি

এসো বন্ধু, এ জীবন সুমধুর করি।

ক) জসীমউদ্‌দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন ? ১

খ) ‘ফুল করি দান সারাটি জনম-ভর’-ব্যাখ্যা কর। ২

গ) উদ্দীপকের সাথে ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি নিরূপণ কর। ৩

ঘ) উদ্দীপকে ‘প্রতিদান’ কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন ঘটেছে কি ? তোমার মতের পক্ষে যুক্তি দাও। ৪

আরও দেখুন>> Online Exam