নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র।।ধ্বনি ও বর্ণ(পরিচ্ছেদ-৫)।।বহুনির্বাচনি

29
Advertisement

ধ্বনি ও বর্ণ(পরিচ্ছেদ-৫)

প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনুশীলনের জন্য নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের “ধ্বনি ও বর্ণ”(পরিচ্ছেদ-৫) এর বহুনির্বাচনি প্রশ্ন প্রকাশিত হলো-

95
Created on

SSC বাংলা ২য় পত্র

ধ্বনি ও বর্ণ (বহুনির্বাচনি)

পরিচ্ছেদ-৪
নবম শ্রেণির নতুন সিলেবাসের আলোকে

1 / 20

যে ধ্বনিসমূহ উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না তাদের কী বলে ?

2 / 20

ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ?

3 / 20

'হ্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত ?

4 / 20

'হ্ণ' যুক্তবর্ণটিতে কোন দুটি বর্ণ রয়েছে ?

5 / 20

বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত ?

6 / 20

কোনটির কারবর্ণ নেই ?

7 / 20

বাংলা ভাষায় মৌলিক ধ্বনিসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে ?

8 / 20

বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ?

9 / 20

'ষ্ণ' যুক্তবর্ণটিতে কোন কোন বর্ণ রয়েছে ?

10 / 20

বাংলা ভাষায় মূল বর্ণের সংখ্যা কয়টি ?

11 / 20

কোনটি অনুবর্ণের অন্তর্ভুক্ত নয় ?

12 / 20

বাংলা বর্ণমালায় কারবর্ণের সংখ্যা কয়টি ?

13 / 20

নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে ?

14 / 20

কোনটি মৌলিক স্বরধ্বনির উদাহরণ ?

15 / 20

বাংলা সংখ্যাবর্ণ কয়টি ?

16 / 20

কোনো ব্যঞ্জনের সাথে কারবর্ণ বা হস্চিহ্ন না থাকলে কোন বর্ণ যুক্ত আছে বলে ধরে নেওয়া হয় ?

17 / 20

ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপ কোনটি ?

18 / 20

ধ্বনির প্রতীককে বলা হয় -

19 / 20

'ঞ্জ' যুক্তবর্ণটিতে কোন কোন বর্ণ রয়েছে ?

20 / 20

যুক্তবর্ণ কয় ভাগে বিভক্ত ?

Your score is

The average score is 54%


এসএসসি বাংলা দ্বিতীয় পত্র