তাহারেই পড়ে মনে(সৃজনশীল প্রশ্ন)

194
Advertisement

তাহারেই পড়ে মনে(সৃজনশীল প্রশ্ন) #এইচএসসি বাংলা প্রথম পত্র

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

পহেলা বৈশাখ রোহানের বন্ধুরা রোহানকে নিয়ে রমনার বটমূলে যায় বাংলা নববর্ষের অনুষ্ঠান দেখার জন্য ।চারদিকে বর্ষবরণ উৎসবের আনন্দ আর উল্লাসের মাঝে হঠাৎই রোহান খুব বিমর্ষ হয়ে পড়ে। তার মনে পড়ে ছোটবেলা বাবার হাত ধরে রমনার বটমূলে যাওয়ার কথা,বৈশাখী মেলায় নানা জিনিস কেনার জন্য বায়না ধরার কথা। তার মনে হয়- বাবা নেই আজ তিন বছর অথচ সময় কত দ্রুত বয়ে চলেছে!

ক) ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে রচিত ? ১

খ) ‘অলখের পাথার বাহিয়া তরী তার এসছে কি ?’-পঙক্তিটি ব্যাখ্যা কর। ২

গ) উদ্দীপকের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সাদৃশ্য তুলে ধর। ৩

ঘ) ‘উদ্দীপকটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মুলসুরকে প্রকাশ করে।’-মন্তব্যটি বিশ্লেষণ কর। ৪

তাহারেই পড়ে মনে(বহুনির্বাচনি)