Advertisement
জোছনাকুমারী
সাইফুল্লাহ বায়েজীদ
শরতের মাতাল জোছনা ধুয়ে দিচ্ছে
তার নিস্তরঙ্গ শরীর।
গলে গলে পড়া জোছনার জল আর
শিশিরের ঘ্রাণ মেখে যেন আজ সে
কোন জোছনাকুমারী।
চিনাদী নাম তার;
কোন দেবী সে নয়।
আদুল শরীরময় জোছনা-জলের
রূপালি চাদর আর
শিশিরের ঘ্রাণে ভরে থাকা
জোছনাকুমারী;
প্রিয়া সে।
আর আমি!
সে জোছনাকুমারীর নিস্তরঙ্গ রূপে মাতাল
এক জোছনাবিলাস।