Advertisement
কবিতা
জোছনাকুমারী -৩
সাইফুল্লাহ বায়েজীদ
অন্ধকারের আরও গভীরে দিয়েছি ডুব
সমস্ত রাত নিথর লাশের মত –
নিশ্চুপ শুয়ে থেকেছি
হৃদয়ের একটুখানি বিশুদ্ধ কম্পন শুনব বলে;
মিলেনি কিছুই।
নগরের নিষ্ঠুর কলের যন্ত্রণাকে ছাপিয়ে
কানে বাজেনি হৃদয়ের ক্ষীণ গুঞ্জন।
জীবনের অনুভূতিগুলো সেই কবেই নিয়েছে কিনে নগরের ফেরিওয়ালা;
জোছনাকুমারী,
এখন আর তোমার রূপালি শরীর
ছুঁয়ে যায় না কোন চন্দ্রাহত প্রেমিকের মন
ভেদ করে এই কংক্রিটের সভ্যতা।
তাই
আমারো সাধ জাগে সব ছেড়েছুড়ে একদিন
আবার ফিরে যাই সেই আদিম নির্জনতায়;
আষাঢ়ের এই রাতে মেঘের বারণ ভুলে
ঘ্রাণ মেখে তোমার রূপালি আদুল শরীরের
মেতে উঠি চঁাদকতায়।
৭ জুন২০১৭
চট্টগ্রাম।
জোছনাবিলাস