Advertisement
‘গৃহ’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন #এইচএসসি বাংলা প্রথম পত্র #২০২১ সালের নতুন সিলেবাস
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:
আমি চিত্রাঙ্গদা
দেবী নহি, নহি আমি সামান্যা রমণী।
পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নই;
অবহেলা করি পুষিয়া রাখিবে
পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখ
মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার
যদি অংশ দাও, যদি অনুমতি করো
কঠিন ব্রতের তব সহায় হইতে,
যদি সুখে দুখে মোরে করো সহচরী
আমার পাইবে তবে পরিচয়।
[চিত্রাঙ্গদা: রবীন্দ্রনাথ ঠাকুর]
ক) ‘রজত’ শব্দের অর্থ কী? ১
খ) ‘বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়’- ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপকের চিত্রাঙ্গদার ভাবনার সাথে ‘গৃহ’ প্রবন্ধে উল্লেখিত নারীদের বাস্তবতার বৈসাদৃশ্য তুলে ধর। ৩
ঘ) ‘গৃহ’ প্রবন্ধে উল্লেখিত নারীদের করুণ বাস্তবতার অবসানের প্রেরণা রয়েছে উদ্দীপকে-মন্তব্যটি যাচাই কর। ৪