ঐকতান (সৃজনশীল)
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:
আমি কবি যত কামারের আর কাঁসারির
আর ছুতোরের ,মুটে আর মজুরের
আমি কবি যত ইতরের।
বিলাস বিবশ মর্মের যত স্বপ্নের তার ভাই
সময় যে হায় নাই।
ক)ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ১
খ) জীবনে জীবন যোগ করা প্রয়োজন কেন? ২
গ) উদ্দীপকের বক্তব্যের সাথে ঐকতান কবিতার কবির অবস্থানগত পার্থক্য নিরুপণ কর । ৩
ঘ)ঐকতান কবিতায় কবির প্রত্যাশা উদ্দীপকের বক্তব্যে পূর্ণতা পেয়েছে- মন্তব্যটি যাচাই কর। ৪