Advertisement
‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার সৃজনশীল প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
আমার পূর্ব-বাংলা একগুচ্ছ স্নিগ্ধ
অন্ধকারের তমাল
অনেক পাতার ঘনিষ্ঠতায়
একটি প্রগাঢ় নিকুঞ্জ
সন্ধ্যার উন্মেষের মতো
সরোবরের অতলের মতো
কালো-কেশ মেঘের সঞ্চয়ের মতো
বিমুগ্ধ বেদনার শান্তি।
[আমার পূর্ব-বাংলা: সৈয়দ আলী আহসান]
ক. জীবনানন্দ দাশের মায়ের নাম কী ? ১
খ. ‘এ বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে/তারে আর খুঁজে তুমি পাবে নাকো’- পঙক্তিটি ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপকে বর্ণিত ‘বিমুগ্ধ বেদনার শান্তি’-এর বিষয়টি ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার কোন অনুষঙ্গের সাথে তুলনীয়? ৩
ঘ) ‘উদ্দীপক ও ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় নিসর্গ বর্ণনার অন্তরালে গভীর দেশপ্রেমই প্রকাশিত হয়েছে’-মন্তব্যটি বিশ্লেষণ কর। ৪