‘আহ্বান’ গল্পের সৃজনশীল প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’ গল্পের রতন মায়ার বাঁধনে জড়িয়ে ফেলে পোস্টমাস্টারকে। সামাজিক অবস্থানের বৈপরীত্য ও বয়সের ব্যবধান সত্ত্বেও পোস্টমাস্টারের স্নেহসুধায় ভালোই ছিলো রতন। কিন্তু হঠাৎ বদলির আদেশ হলে পোস্টমাস্টারকে চলে আসতে হয় অন্যত্র। শহরের পথে ফিরে আসার সময় রতনের জন্য খুব খারাপ লাগছিলো পোস্টমাস্টারের । একবার ভেবেছে ফিরে যাবে। কিন্তু শেষ পর্যন্ত পোস্টমাস্টার মনে হয়েছে – ‘ফিরিয়া কী হইবে? পৃথিবীতে কে কাহার? ‘
ক) ‘আহ্বান’ গল্পে বুড়ির স্বামীর নাম কী ? ১
খ) ‘স্নেহের দান, এমন করা উচিত হয়নি’ – ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপকের রতন ‘আহ্বান’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে ? ৩
ঘ) ‘আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি’ উক্তিটির আলোকে উদ্দীপক ও গল্পের বৈসাদৃশ্যপূর্ণ দিকটি বিশ্লেষণ কর । ৪
আরও দেখুন: ‘আহ্বান’ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন