আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সৃজনশীল প্রশ্ন

448
Advertisement

পরিচয়ে আমি বঙালি, আমার আছে ইতিহাস গর্বের –

কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোনো খড়গের।

শত্রুর সাথে লড়াই করছি, স্বপ্নের সাথে বাস;

অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ;

একই হাসিমুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস

আপস করিনি কখনোই আমি -এই হলো ইতিহাস।

[ঢাকা,দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড-২০১৮]

ক) ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন ছন্দে রচিত?             ১

খ) ‘ভালোবাসা দিলে মা মরে যায়’- বলতে কবি কী বুঝিয়েছেন?             ২

গ) উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ  এবং ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার ঐতিহ্যচেতনার সাদৃশ্য নির্দেশ কর।                                                                                      ৩

ঘ) ‘উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার ভাবসত্যের সংহত রূপ।’-মন্তব্যটি মূল্যায়ন কর।                                                       ৪