Advertisement
‘অপরিচিতা’ গল্পের সৃজনশীল প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাওঃ
তবু বড়ো বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন তাহার কারণ, মেয়ের বয়স বড়ো বলিয়াই পণের অঙ্কটাও বড়ো। শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে।বাবার বিশ্বাস ছিল কন্যার পিতার সমস্ত টাকা ভাবী জামাতার ভবিষ্যতের গর্ভ পূরণ করিয়া তুলিতেছে।
[হৈমন্তী: রবীন্দ্রনাথ ঠাকুর]
ক) ‘প্রদোষ’ শব্দের অর্থ কী? ১
খ) ‘ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই’- ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপকের বরের পিতার সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে, তা তুলে ধর। ৩
ঘ)”উদ্দীপকটি ‘অপরিচিতা’ গল্পের বিশেষ একটি দিককেই নির্দেশ করে, পুরো বিষয়কে নয়”-মন্তব্যটি মূল্যায়ন কর। ৪
আরও দেখুন:‘অপরিচিতা’ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন