আমাদের অপূর্ণতা (কবিতা)

249
Advertisement
আমাদের অপূর্ণতা
সাইফুল্লাহ বায়েজীদ
তোমাকে নিয়ে জলবিহারে যাব
অথবা সমুদ্রস্নান-
এই প্রত্যাশা নিয়ে কত না বিনিদ্র রাত
কেটেছে আমার!
হয়তো কখনো ভেবেছি –
না, এবার আর জলবিহার নয়;
এবার পাহাড়ের দেশে,
নিভৃত অরণ্যে
অথবা কোন বিজন প্রান্তরে
অভিসার হবে আমাদের।
জোছনাকুমারী,
আমার শতাব্দী প্রাচীন
প্রতীক্ষার প্রহর শেষে তুমি এলে;
অথচ
ইটপাথরের এই নগরে আমি আজ দারুণ নাগর।
নাগরিক গ্রিলের বারান্দায় দাঁড়িয়ে
বাইরে পেতেছি হাত তোমাকে ছোঁয়ার আশায়
যেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেষবার ছুঁয়ে নিলাম
প্রিয়তমা স্ত্রীর অশ্রুসজল মুখ।
জোছনাকুমারী,
আমাদের এই নগর জীবন কখনো কি আর
পাবে ফিরে পিতামহের সেই আরণ্যক অভিসার ?
২৫ আগস্ট ২০১৮
চট্টগ্রাম।