‘লালসালু’ উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্ন

181
Advertisement

‘লালসালু’ উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্ন।। এইচএসসি বাংলা প্রথম পত্র(উপন্যাস)

593
Created on

এইচএসসি বাংলা প্রথম পত্র

লালসালু(বহুনির্বাচনি)

শেষ অর্ধেক

সময়-৩০ মিনিট   মান-৩০

1 / 30

'লালসালু' উপন্যাসে আক্কাসের বাবার নাম কী ?

2 / 30

'লালসালু' উপন্যাসে সমস্ত আস্ফালনের মুখে চুন দিল কে?

3 / 30

নিচের উদ্দীপকটি পড়ে  পরবর্তী তারকাচিহ্নিত(**)  দুটি প্রশ্নের উত্তর দাও:

'হাজার বছর ধরে' উপন্যাসে মকবুল বুড়োর ছোটো বউ টুনি সংসার কাকে বলে জানে না। কিশোরীসুলভ আচরণ তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।

** উদ্দীপকের টুনির সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে ?

4 / 30

** উদ্দীপকে লালসালু উপন্যাসের কোন বিষয়টি ফুটে উঠেছে ?

5 / 30

আমেনা বিবিকে তালাক দেয়ার প্রকৃত কারণ কী ?

6 / 30

'লালসালু' উপন্যাসে কয়টি মক্তবের কথা উল্লেখ করা হয়েছে ?

7 / 30

'লালসালু' উপন্যাসে জন্মবেদনার তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করে কে ?

8 / 30

রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কেন ?

i. স্বামীভক্তি

ii. ধর্মনিষ্ঠা

iii. সমাজের আনুগত্য

নিচের কোনটি সঠিক?

9 / 30

"তার আনুগত্য ধ্রুব তারার মতো অনড়"- কার ?

10 / 30

মসজিদ নির্মাণের কাজ শেষ হয়েছিল কোন মাসে?

11 / 30

কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল ?

12 / 30

'লালসালু' উপন্যাসে সুন্দর সকালটাকে খান খান করে দিয়েছিল কে ?

13 / 30

মজিদের বাড়ির অন্দরে বাইরে আসা-যাওয়া করে কে ?

14 / 30

সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি ?

15 / 30

জমিলাকে নিয়ে রহিমার মনে কোন ভাব জাগে ?

16 / 30

'তা এই বদ মতলব কেন হইল?'- এখানে 'বদ মতলব' বলতে কী বোঝানো হয়েছে ?

17 / 30

মজিদ হসুনির মায়ের জন্য কী রঙের শাড়ি কিনে আনে ?

18 / 30

মজিদের মুখে জমিলার থুথু দেওয়ার মধ্য দিয়ে জমিলা চরিত্রের কোন দিক ফুটে উঠেছে ?

i. প্রতিবাদী দেতনা

ii. প্রথাবিরোধী মনোভাব

iii. শিশুসুলভ আচরণ

নিচের কোনটি সঠিক ?

19 / 30

গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কে ?

20 / 30

মজিদের প্রস্তাবকৃত মসজিদের কত আনা খরচ খালেক ব্যাপারী বহন করতে চায় ?

21 / 30

কত দিন পর পর মাজারের সংস্কার হয় ?

22 / 30

'মোদাচ্ছের'-কথাটির অর্থ কী ?

23 / 30

"ওটা ছিল নিশানা, আনন্দের আর সুখের"- কোনটা ?

24 / 30

"কও বিবি কী করলাম? আমার বুদ্ধিতে জানি কুলায় না।"- এখানে মজিদ চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে ?

25 / 30

"ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে"- উক্তিটি কার ?

26 / 30

"সে যেন খাঁচায় ধরা পড়েছে"- কে ?

27 / 30

'লালসালু' কী ধরনের উপন্যাস ?

28 / 30

'লালসালু" উপন্যাসে সিদ্ধ ধানের ভাঁপের শব্দকে ঔপন্যাসিক কীসের সাথে তুলনা করেছেন?

29 / 30

'লালসালু' উপন্যাসে "মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালুতীরে কী যেন খোঁজে।"-এ বাক্যে প্রকাশ পেয়েছে -

30 / 30

'তোমার দাড়ি কই মিঞা'- উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে ?

আরও দেখুন- লালসালু(বহুনির্বাচনি)