‘সেই অস্ত্র’ কবিতার সৃজনশীল প্রশ্ন

260
Advertisement

#’সেই অস্ত্র’ (সৃজনশীল) #এইচএসসি বাংলা প্রথম পত্র#একাদশ-দ্বদশ শ্রেণির পড়াশোনা

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাওঃ

‘ভয় নেই এমন দিন এনে দেব

বোমারু জঙ্গি যত বিমানের ঝাঁক থেকে

বোমা নয়, গুলি নয়, চকোলেট টফি রাশি রাশি

প্যারাট্রুপারদের মতো ঝরবে

শুধু তোমারই উঠোন জুড়ে।’

ক) ‘সেই অস্ত্র’ কবিতাটি কোন ছন্দে রচিত?                                      ১

খ) ‘সভ্যতার সেই প্রতিশ্রুতি’ বলতে কী বোঝানো হয়েছে ?                    ২

গ) উদ্দীপকের সাথে ‘সেই অস্ত্র’ কবিতার সাদৃশ্য নিরূপণ কর।               ৩

ঘ) ‘বক্তব্য ভিন্ন হলেও উদ্দীপকের কবিতার মনোভাব এবং ‘সেই অস্ত্র’ কবিতার কবির মনোভাব এক ও অভিন্ন’ -উক্তিটির তাৎপর্য বিচার কর ।                                                     ৪

Online Exam