সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন

3592
Advertisement

                              সোনার তরী




নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্ন গুলোর উত্তর দাও:

শওকত ওসমানের ‘দুই মুসাফির’ গল্পে মৃত্যুর কয়েক যুগ পরে এক দিনের জন্য পৃথিবীতে ফিরে আসার সুযোগ পায় গ্রামের ভূস্বামী  জোয়ার্দার ও এক বাউল শিল্পী।  জোয়ার্দার বাউলকে তার পরিচয় দিয়ে তার নিজের সম্পত্তি  ও প্রতিপত্তির কথা বলে। কিন্তু গ্রামে গেলে তার জমির বর্তমান মালিক তাকে চেনেনা এবং এ সম্পত্তি নিজের দাবি করার কারণে জোয়ার্দারের সাথে ঝগড়া করে। এর মধ্যে বাউল ঝগড়া থামিয়ে গান শোনার আহ্বান জানায় এবং গান শোনানোর পর মুগ্ধ গ্রামবাসীকে নিজের পরিচয় দিয়ে বলে আমি লালন ফকির। তখন সবাই তাকে চিনতে পারে । এবং খাতির করে। সন্ধ্যা হয়ে এলে জোয়ার্দারকে তার অতৃপ্ত হৃদয় নিয়ে ফিরে যেতে হলেও লালন ছিলেন খুবই তৃপ্ত।

ক) রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন?  ১

খ) ‘চারিদিকে বাঁকা জল করিছে খেলা’ পঙ্কতিটি ব্যখ্যা কর।               ২

গ) উদ্দীপকে  ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ?         ৩

ঘ) ‘উদ্দীপকের লালন ফকিরের জীবন পরিণতিই “সোনার তরী” কবিতার মূল উপজীব্য’-মন্তব্যটি বিশ্লেষণ কর।                                                                      ৪