‘রেইনকোট’ গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

705
Advertisement

‘রেইনকোট’ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রিয় শক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে ‘রেইনকোট’ গল্পের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিচে তুলে ধরা হলো। আশা করি তোমাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।

১.‘রেইনকোট’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তভূর্ক্ত? উত্তরঃ ‘রেইনকোট’ গল্পটি ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গল্পগ্রন্থের অন্তভূর্ক্ত।
২.কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়? উত্তরঃ মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়।
৩.পিন্সিপাল কাকে তোয়াজ করতেন? উত্তরঃ উদুর্র প্রফেসর আকবর সাজিদকে পিন্সিপাল তোয়াজ করতেন।
৪. কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে? উত্তরঃ পিয়ন ইসহাক এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে।
৫.পাকিস্তানকে বাচাঁতে পিন্সিপাল মিলিটারীর বড় কতার্কে কী পরামর্শ দিয়েছিলেন? উত্তরঃ দেশের সব স্কুল—কলেজ থেকে শহিদ মিনার ভাঙ্গার পরামর্শ
৬.মিলিটারিরা প্রথমে কোন দিকে কামান তাক করেছে? উত্তরঃ শহীদ মিনারের দিকে।



৭. ‘রেইনকোট’ গল্পের কথক কে ? উত্তরঃ নুরুল হুদা।
৮. নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ? উত্তরঃ কেমিস্ট্রি
৯. ‘রেইনকোট’ গল্পে মিস্ক্রিয়েন্ট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? উত্তরঃ মুক্তিযোদ্ধাদের।
১০.পাকিস্তানের শরীরের কাঁটা কোনটি ? উত্তরঃ শহীদ মিনার।
১১.’রেইনকোট’গল্পটি কতসালে প্রকাশিতহয়? উত্তরঃ ১৯৯৫।
১২.বাতাস আর বৃষ্টির ঝাপটায় ঘরে ঢোকে কে? প্রিন্সিপালের পিওন ইসহাক মিয়া
১৩. আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসের সংখ্যা কত? উত্তরঃ ২টি
১৪. নুরুল হুদার মেয়ের বয়স কত? উত্তরঃ আড়াই বছর।
১৫. ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপালের নাম কী? উত্তরঃ ড. আফাজ আহমদ
১৬. উর্দুর প্রফেসর এর নাম কী? উত্তরঃ আকবর সাজিদ।
১৭. প্রিন্সিপাল কাকে আজকাল তোয়াজ করে ? উত্তরঃ আকবর সাজিদ
১৮. জিওগ্রাফির প্রফেসরের নাম কী? উত্তরঃ আব্দুস সাত্তার মৃধা।
১৯. নুরুল হুদার স্ত্রীর নাম কী ? উত্তরঃ আসমা



২০.মিলিটারি ক্যাম্পটি কোথায় ছিল? উত্তরঃ কলেজের জিমন্যাশিয়ামে
২১.মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু কত তারিখে মুক্তিযুদ্ধে চলে যায়? উত্তরঃ জুন মাসের ২৩ তারিখ।
২২.মিলিটারির আবির্ভাবের পর থেকে নুরুল হুদা কয়বার বাড়ি পাল্টিয়েছে ? উত্তরঃ ৪ বার
২৩.আখতারুজ্জামান ইলিয়াস এর গল্পগ্রন্থের সংখ্যা কত? উত্তরঃ ৫টি
২৪. কাদের সাথে নুরুল হুদার আঁতাত রয়েছে? ছদ্মবেশী কুলিদের সাথে ।যারা মূলত মুক্তিযোদ্ধা।
২৫.নুরুল হুদার ছেলের বয়স কত? উত্তরঃ ৫ বছর।
২৬. ‘আব্বু তাহলে মুক্তিবাহিনী’ উক্তিটি কার ? উত্তরঃ নুরুল হুদার ৫ বছরের ছেলের।



একাদশ-দ্বদশ শ্রেণির বাংলা প্রথম পত্র(বহুনির্বাচনি)