বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন

648
Advertisement

বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন

3082
Created on

এইচএসসি বাংলা প্রথম পত্র

বিদ্রোহী(বহুনির্বানি)

সময়-৩০ মিনিট মান-৩০

1 / 30

'বিদ্রোহী' কবিতায় কবি নিজেকে পৃথিবীর কী হিসেবে ঘোষণা করেছেন ?

2 / 30

ইন্দ্রাণী-সুত কে ?

3 / 30

কবি নিজেকে কার ডমরু-ত্রিশূল বলেছেন ?

4 / 30

বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলেছেন ?

5 / 30

'বিদ্রোহী' কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি ?

6 / 30

কার অস্ত্রের নাম -'হল' ?

7 / 30

বিষ্ণু বা সুদর্শন কয় হাত বিশিষ্ট ?

8 / 30

পরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করেছিলেন ?

9 / 30

'বিদ্রোহী' কবিতায় কবি উপকরণ ব্যবহার করেছেন -

i. ধর্ম ও ঐতিহ্য থেকে

ii. কাব্য ও নাটক থেকে

iii. ইতিহাস ও পুরাণ থেকে

নিচের কোনটি সঠিক ?

10 / 30

''বিদ্রোহী'' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের কততম কবিতা ?

11 / 30

'বিদ্রোহী' কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে ?

12 / 30

'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ?

13 / 30

'বিদ্রোহী' কবিতায় উল্লিখিত দুর্বাসা-

i. মহর্ষি অত্রির ঔরসে জন্মগ্রহণ করেন

ii. রেণুকার গর্ভজাত সন্তান

iii. অনসূয়ার গর্ভজাত সন্তান

নিচের কোনটি সঠিক ?

14 / 30

শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতার নাক কী ?

15 / 30

পরশুরাম বিষ্ণুর কততম অবতার ?

16 / 30

দুর্বাসা কেমন স্বভাববিশিষ্ট মুনি ছিলেন ?

17 / 30

কে ক্ষত্রিয়কুলে জন্ম নিয়েও কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণত্ব লাভ করেন ?

18 / 30

'বিদ্রোহী' কবিতায় কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন-

i. অত্যাচারীর বিরুদ্ধে

ii. অসাম্য দূর করতে

iii. উৎপীড়ন বন্ধ করতে

নিচের কোনটি সঠিক ?

19 / 30

'বিদ্রোহী' কবিতায় কবির বিদ্রোহের পটভূমি-

iii. উৎপীড়িতের হাহাকার

ii.ঔপনিবেশিক ভারতবর্ষ

iii.ব্রিটিশ সরকারের অপশাসন

নিচের কোনটি সঠিক ?

20 / 30

নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) দুটি প্রশ্নের উত্তর দাও:

"আসিতেছে শুভদিন,

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।"

** উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃস্যপূর্ণ দিক হল-

21 / 30

**উদ্দীপকের ভাবধারা 'বিদ্রোহী' কবিতার যে চরণে ফুটে উঠেছে-

i. মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী

ii. যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না

iii.অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না

নিচের কোনটি সঠিক ?

22 / 30

কবি অধীন বিশ্বকে উপড়ে ফেলতে চেয়েছেন কেন ?

23 / 30

বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা ?

24 / 30

কবি নিজেকে কার উন্মন মন বলেছেন ?

25 / 30

'এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য'- এখানে কবির কোন সত্তাটি প্রকাশিত হয়েছে ?

26 / 30

'বিদ্রোহী' কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস ?

27 / 30

'ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম' চরণটিতে নজরুলের কোন মনোভাব প্রকাশ পেয়েছে ?

28 / 30

'বিদ্রোহী' কবিতার কোন চরণে কোমল হৃদয়ের পরিচয় মেলে ?

29 / 30

'পদ্ম' ও 'শঙ্খ' কার অস্ত্র ?

30 / 30

জটাধারী শিবের ধূম্ররূপ কোনটি ?

Your score is

The average score is 54%

লালসালু(বহুনির্বাচনি)