quiz বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন June 2, 2021 778 FacebookTwitterPinterestWhatsApp Advertisement বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন 3101 Created on May 30, 2021এইচএসসি বাংলা প্রথম পত্র বিদ্রোহী(বহুনির্বানি) সময়-৩০ মিনিট মান-৩০ NameEmail 1 / 30 'বিদ্রোহী' কবিতায় কবি নিজেকে পৃথিবীর কী হিসেবে ঘোষণা করেছেন ? ভয় অভিশাপ আশীর্বাদ দীর্ঘশ্বাস 2 / 30 ইন্দ্রাণী-সুত কে ? জমদগ্নি জয়ন্ত বলরাম শ্যাম 3 / 30 কবি নিজেকে কার ডমরু-ত্রিশূল বলেছেন ? বিষ্ণুর ধর্মরাজের দুর্বাসার পিণাক-পাণির 4 / 30 বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলেছেন ? দুর্বাসার বিষ্ণুর নটরাজের বিশ্বামিত্রের 5 / 30 'বিদ্রোহী' কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি ? বলরাম অর্ফিয়াস পরশুরাম চেঙ্গিস 6 / 30 কার অস্ত্রের নাম -'হল' ? ইন্দ্র পরশুরাম বলরাম বিষ্ণু 7 / 30 বিষ্ণু বা সুদর্শন কয় হাত বিশিষ্ট ? পাঁচ হাত দুই হাত তিন হাত চার হাত 8 / 30 পরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করেছিলেন ? উনিশ বার একুশ বার সতেরো বার তেইশ বার 9 / 30 'বিদ্রোহী' কবিতায় কবি উপকরণ ব্যবহার করেছেন -i. ধর্ম ও ঐতিহ্য থেকেii. কাব্য ও নাটক থেকেiii. ইতিহাস ও পুরাণ থেকেনিচের কোনটি সঠিক ? ii ও iii i ও ii i ও iii i, ii ও iii 10 / 30 ''বিদ্রোহী'' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের কততম কবিতা ? দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম 11 / 30 'বিদ্রোহী' কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে ? জগতের ধ্বংস অত্যাচারের অবসান অন্যায়ের শাস্তি বিধান পরাধীনতার অবসান 12 / 30 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ? ১৯২২ ১৯২৩ ১৯২১ ১৯২০ 13 / 30 'বিদ্রোহী' কবিতায় উল্লিখিত দুর্বাসা-i. মহর্ষি অত্রির ঔরসে জন্মগ্রহণ করেনii. রেণুকার গর্ভজাত সন্তানiii. অনসূয়ার গর্ভজাত সন্তাননিচের কোনটি সঠিক ? i,ii ও iii ii ও iii i ও iii i ও ii 14 / 30 শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতার নাক কী ? দুর্বাসা বলরাম বিশ্বামিত্র পরশুরাম 15 / 30 পরশুরাম বিষ্ণুর কততম অবতার ? ষষ্ঠ পঞ্চম তৃতীয় দ্বিতীয় 16 / 30 দুর্বাসা কেমন স্বভাববিশিষ্ট মুনি ছিলেন ? অস্থির কোপন সদাহাস্য গুরুগম্ভীর 17 / 30 কে ক্ষত্রিয়কুলে জন্ম নিয়েও কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণত্ব লাভ করেন ? মহর্ষি অত্রি বলরাম বিশ্বামিত্র দুর্বাসা 18 / 30 'বিদ্রোহী' কবিতায় কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন-i. অত্যাচারীর বিরুদ্ধেii. অসাম্য দূর করতেiii. উৎপীড়ন বন্ধ করতেনিচের কোনটি সঠিক ? i, ii ও iii i ও ii i ও iii ii ও iii 19 / 30 'বিদ্রোহী' কবিতায় কবির বিদ্রোহের পটভূমি-iii. উৎপীড়িতের হাহাকারii.ঔপনিবেশিক ভারতবর্ষiii.ব্রিটিশ সরকারের অপশাসননিচের কোনটি সঠিক ? i ও ii i ও iii i, ii ও iii ii ও iii 20 / 30 নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) দুটি প্রশ্নের উত্তর দাও:"আসিতেছে শুভদিন,দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।"** উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃস্যপূর্ণ দিক হল- মানবতাবোধের প্রকাশ বিদ্রোহের ইঙ্গিত প্রেম ও দ্রোহের সমন্বয় ধ্বংসের রুদ্র রূপ 21 / 30 **উদ্দীপকের ভাবধারা 'বিদ্রোহী' কবিতার যে চরণে ফুটে উঠেছে-i. মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরীii. যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে নাiii.অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে নানিচের কোনটি সঠিক ? i, ii ও iii ii ও iii i ও iii i ও ii 22 / 30 কবি অধীন বিশ্বকে উপড়ে ফেলতে চেয়েছেন কেন ? নব সৃষ্টির মহানন্দ লাভ করার জন্য ক্ষমতা প্রদর্শনের জন্য বিশ্বকে শাসন করার জন্য তিনি বিদ্রোহী বলে 23 / 30 বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা ? গৃহহারা পথিকের পথিক-কবির বিধবার হুতাশীর 24 / 30 কবি নিজেকে কার উন্মন মন বলেছেন ? হুতাশীর বিধবার উদাসীর কিশোরীর 25 / 30 'এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য'- এখানে কবির কোন সত্তাটি প্রকাশিত হয়েছে ? বিদ্রোহী ও অত্যাচারিত বিদ্রোহী ও বংশীবাদক প্রেম ও দ্রোহ বিদ্রোহী ও বীরযোদ্ধা 26 / 30 'বিদ্রোহী' কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস ? গৃহহারা পথিকের বিধাতার বিধবার হুতাশীর 27 / 30 'ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম' চরণটিতে নজরুলের কোন মনোভাব প্রকাশ পেয়েছে ? সম্প্রীতি ও সৌহার্দ্যের আহ্বান প্রচলিত রীতিনীতির বিরোধিতা শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা প্রবল দ্রোহের চেতনা 28 / 30 'বিদ্রোহী' কবিতার কোন চরণে কোমল হৃদয়ের পরিচয় মেলে ? আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য আমি পরশুরামের কঠোর কুঠার আমি অবমানিতের মরম বেদনা 29 / 30 'পদ্ম' ও 'শঙ্খ' কার অস্ত্র ? ইন্দ্র ধর্মরাজ পরশুরাম বিষ্ণু 30 / 30 জটাধারী শিবের ধূম্ররূপ কোনটি ? মহাদেব নটরাজ ধূর্জটি পিণাক-পাণি Your score isThe average score is 54% LinkedIn Facebook VKontakte Send feedback লালসালু(বহুনির্বাচনি)