‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন

4933
Advertisement

‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন:




নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

গল্পের জাদুকর হিসেবে পরিচিত হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের একজন কালজয়ী কথাসাহিত্যিক। আবেগ ও হাস্যরসের অসামান্য ব্যবহার তাঁর রচনাগুলোকে পাঠক সমাজে সমাদৃত করেছে। মধ্যবিত্ত  জীবনের রূপকার গল্পকথার এ জাদুকরের অন্যতম দিক হলো সরলতা। সহজ ভাষায় জীবনের অন্তর্নিহিত দর্শনের এমন সাবলীল প্রকাশ সমগ্র বাংলা সাহিত্যেই বিরল। এই  সহজবোধ্যতার কারণেই তিনি পৌঁছে গেছেন জনপ্রিয়তার শীর্ষে।  তাঁর এই গুণের কারণেই হুমায়ূন আহমেদের লেখা পড়ে এদেশের বহু মানুষ বইমুখী হওয়ার প্রেরণা পেয়েছে।

ক) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশ নন্দিনী’ কত সালে প্রথম প্রকাশিত হয় ?              ১

খ) ‘সুতরাং তাহা একেবারে পরিহার্য’- ব্যাখ্যা কর।                                                                ২

গ) উদ্দীপকে  ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার যে বিষয়টি ফুটে উঠেছে তা তুলে ধর। ৩

ঘ) উদ্দীপকে ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার সামগ্রিক ভাব ফুটে উঠেছে কি ? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।                                                                                            ৪

 

আরও দেখুন:‘বাঙ্গালার নব্যলেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের বহুনির্বাচনি