Education বাংলা ভাষার রীতি ও বিভাজন(পরিচ্ছেদ ৩) April 17, 2021 133 FacebookTwitterPinterestWhatsApp Advertisement বাংলা ভাষার রীতি ও বিভাজন(পরিচ্ছেদ ৩) প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আজ প্রকাশিত হলো-‘বাংলা ভাষার রীতি ও বিভাজন’ এর ওপর বহুনির্বাচনি প্রশ্ন- 74 Created on April 16, 2021SSC বাংলা ২য় পত্র বাংলা ভাষার রীতি ও বিভাজন(পরিচ্ছেদ ৩) [নবম শ্রেণির ২০২১ সালের নতুন সিলেবাস অনুযায়ী] NameEmail 1 / 20 অধিকাংশ ভাষায় অন্তত কয়টি রীতি থাকে ? তিনটি চারটি পাঁচটি দুইটি 2 / 20 কোন রীতিটি ভাষার মূল রূপ ? লেখ্য ভাষারীতি সাধু রীতি কথ্য ভাষা রীতি কাব্য রীতি 3 / 20 ভাষার আঞ্চলিকতাকে কী নামে আখ্যায়িত করা হয় ? লেখ্য ভাষা কথ্য ভাষা উপভাষা চলিত ভাষা 4 / 20 'রাঢ়ি'- কোন অঞ্চলের উপভাষার নাম ? পশ্চিমবঙ্গ ত্রিপুরা বাংলাদেশের মধ্য অঞ্চল আসাম 5 / 20 'বাঙ্গালি'- কোন অঞ্চলের উপভাষার নাম ? বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চল 6 / 20 লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কী ? শ্রীকৃষ্ণকীর্তন মঙ্গলকাব্য শূন্য পুরাণ চর্যাপদ 7 / 20 সাধু রীতির জন্ম - উনিশ শতকের সূচনালগ্ন সতেরো শতকের সূচনালগ্ন আঠারো শতকের সূচনালগ্ন বিশ শতকের সূচনালগ্ন 8 / 20 চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে- বিশ শতকের সূচনালগ্ন আঠারো শতকের সূচনালগ্ন উনিশ শতকের সূচনালগ্ন সতেরো শতকের সূচনালগ্ন 9 / 20 বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে - সাধু রীতি প্রমিত রীতি আঞ্চলিক রীতি লেখ্য রীতি 10 / 20 বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় - উনিশ শতকের শুরুতে মধ্যযুগে বিশ শতকের শুরুতে প্রাচীন যুগে 11 / 20 'চর্যাপদ' কোন রীতিতে রচিত ? সাধু রীতি গদ্য রীতি আঞ্চলিক রীতি কাব্য রীতি 12 / 20 বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি কোনটি ? গদ্য কাব্য রীতি গদ্য রীতি পদ্য কাব্য রীতি সাধু রীতি 13 / 20 কাব্য রীতি কয় ভাগে বিভক্ত ? তিন ভাগে পাঁচ ভাগে চার ভাগে দুই ভাগে 14 / 20 নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ ? করলাম করেছে করত করিল 15 / 20 সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি ? ক্রিয়াপদ হ্রস্ব সর্বনাম হ্রস্ব অনুসর্গ হ্রস্ব ক্রিয়াপদ দীর্ঘ 16 / 20 বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় ? রাঢ়ি বরেন্দ্রি পূর্বি কামরূপি 17 / 20 কোন রীতিটি বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা ? আদর্শ কথ্য রীতি আঞ্চলিক কথ্য রীতি সাধু রীতি কাব্য রীতি 18 / 20 চলিত রীতির নাম প্রমিত রীতি হয় কখন ? বিশ শতকের মাঝামাঝি একুশ শতকএর শুরুতে উনিশ শতকের শুরুতে বিশ শতকের শুরুতে 19 / 20 প্রমিত রীতিতে কথ্য রীতির কোন শব্দটি বর্জনীয় ? পুজা তুলো সবচেয়ে ধুলা 20 / 20 সাধু রীতিতে বহু সর্বনামে কোন বর্ণটি যুক্ত থাকে ? হ স র ল Your score is LinkedIn Facebook VKontakte Send feedback