quiz ‘বঙ্গবাণী’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন June 11, 2021 327 FacebookTwitterPinterestWhatsApp Advertisement ‘বঙ্গবাণী’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন 1137 Created on June 09, 2021এসএসসি বাংলা প্রথম পত্র বঙ্গবাণী(বহুনির্বাচনি) সময়-৩০ মিনিট মান-৩০ Name 1 / 30 'বঙ্গবাণী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নূরনামা সয়ফুলমূলক নসিহৎনামা লালমতি 2 / 30 কবি আব্দুল হাকিম কোন শতকের কবি ? ত্রয়োদশ সপ্তদশ অষ্টাদশ ষোড়শ 3 / 30 কবি আব্দুল হাকিম কত সালে জন্মগ্রহণ করেন? ১৬২২ ১৭০১ ১৬২৫ ১৬২০ 4 / 30 'বঙ্গবাণী' কবিতায় কবি কাদেরকে দেশত্যাগের কথা বলেছেন? মারফত জ্ঞান যার নেই ভিনদেশি ভাষা প্রেমিক যারা যাদের বই পড়ার অভ্যাস নেই বাংলা ভাষাকে যারা হিংসা করে 5 / 30 'বঙ্গবাণী' কবিতায় কবি জন্মপরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন? বাংলা ভাষা হিংসাকারী বিদেশি ভাষাপ্রেমী মারফত জ্ঞানহীন মাতৃভাষা বিদ্বেষী 6 / 30 'বঙ্গবাণী' কবিতায় কবি 'হিন্দুর অক্ষর' বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন ? হিন্দি মারাঠি বাংলা ফারসি 7 / 30 'নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।' -চরণটিতে কী প্রকাশ পেয়েছে ? শত্রুতা অবজ্ঞা ক্রোধ হীনম্মন্যতা 8 / 30 দেশি ভাষায় যার মন জুড়ায় না কবি তাকে কী করতে বলেছেন? মাতৃভাষাকে ভালবাসতে মাতৃভাষার চর্চা করতে দেশ ত্যাগ করতে কিতাব পড়তে 9 / 30 'বঙ্গবাণী' কবিতায় 'নিরঞ্জন' বলতে বোঝানো হয়েছে- ধর্ম পবিত্র নির্মল সৃষ্টিকর্তা 10 / 30 'বঙ্গবাণী' কবিতার শেষ চরণ কোনটি? দেশি ভাষা উপদেশ মনে হিত অতি নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায় সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি বঙ্গদেশি বাক্য কিংবা যত ইতি বাণী 11 / 30 'বঙ্গবাণী' কবিতায় কোন অঞ্চলের ভাষার প্রভাব রয়েছে? বরিশাল সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম 12 / 30 কবি আব্দুল হাকিম কোন গ্রামে জন্মগ্রহণ করেন? নবীনগর বিরামপুর ব্যারাকপুর সুধারামপুর 13 / 30 'হাবিলাষ' শব্দের অর্থ কী ? অভিলাষ মরমী সাধনা ভাগ্য নির্মল 14 / 30 কবি আব্দুল হাকিম কত সালে মৃত্যুবরণ করেন ? ১৬৮৫ ১৭০১ ১৬৯০ ১৬৯৫ 15 / 30 কোনটি আব্দুল হাকিম রচিত গ্রন্থ নয় ? নসিহৎনামা শাহাবুদ্দিননামা নূরনামা শহরনামা 16 / 30 কবি আব্দুল হাকিম কোন যুগের কবি ? প্রাচীন যুগ আধুনিক যুগ মধ্যযুগ অন্ধকার যুগ 17 / 30 কবির আরবি-ফারসি শাস্ত্রের প্রতি মনোভাব কেমন ? বিষাদপূর্ণ সহনশীল বিদ্বেষপূর্ণ বিরাগপূর্ণ 18 / 30 কবি আব্দুল হাকিমের মতে সৃষ্টিকর্তা কোন ভাষা বুঝতে পারেন ? সব ভাষা আরবি ফারসি বাংলা 19 / 30 'বঙ্গবাণী' শব্দ দ্বারা কবি কোনটি নির্দেশ করেছেন ? বাংলা কথা বাংলাদেশ বাংলা ভাষা বাংলা অঞ্চল 20 / 30 স্বদেশে থেকে যারা স্বদেশি ভাষার প্রতি বীতশ্রদ্ধ তাদের ক্ষেত্রে 'বঙ্গবাণী' কবিতায় বলা হয়েছে- কৃতঘ্ন উপকারী শিকড়বিহীন পরগাছা জাতিপ্রেমিক 21 / 30 'বঙ্গবাণী' কবিতায় 'ভাগ' শব্দের অর্থ কী ? ভাগ্য অংশ ভাগীদার খণ্ড 22 / 30 'ছিফত' শব্দের অর্থ কী ? দোষ ক্ষমা গুণ ভালোবাসা 23 / 30 'বঙ্গবাণী' কবিতায় যেসব ভাষার উল্লেখ রয়েছে -i. আরবিii. হিন্দিiii. সংস্কৃতনিচের কোনটি সঠিক ? i ও ii i ও iii i ii, ও iii ii ও iii 24 / 30 'নিরঞ্জন' শব্দের অর্থ -i. নির্মলii. সৃষ্টিকর্তাiii. সাধনানিচের কোনটি সঠিক ? i, ii ও iii ii ও iii i ও iii i ও ii 25 / 30 নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) দুটি প্রশ্নের উত্তর দাওঃহাসান ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু তার ছোটবোন তিশা বাংলা মিডিয়ামের ছাত্রী। মাঝে মধ্যেই হাসান তিশাকে তার বাংলা মিডিয়ামে পড়া নিয়ে নাক ছিটকায়।**'বঙ্গবাণী' কবিতায় হাসান কাদের সমগোত্রীয়? শাস্ত্রজ্ঞানহীনদের মাতৃভাষা বিদ্বেষীদের সাধারণ মানুষদের বোধশক্তিহীনদের 26 / 30 **উক্ত ব্যক্তিদের প্রতি আব্দুল হাকিমের মনোভাব -i. তারা যেন দেশ ছেড়ে বিদেশ চলে যায়ii. তাদের জন্ম-পরিচয় নির্ণয় করা যায় নাiii. তাদের কিতাব পড়ার অভ্যাস নেইনিচের কোনটি সঠিক ? i ও ii i, ii ও iii i ও iii ii ও iii 27 / 30 আব্দুল হাকিমের সময় রাজকীয় কাজে কোন ভাষা ব্যবহৃত হতো? সংস্কৃত আরবি ফারসি বাংলা 28 / 30 'মাতাপিতামহ ক্রমে বঙ্গেত বসতি'- এখানে ফুটে উঠেছে - দেশপ্রেম আদেশ উপদেশ বিবৃতি 29 / 30 নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) দুটি প্রশ্নের উত্তর দাওঃমি. তারেক লন্ডন থেকে পড়াশোনা করে এসে সবসময় ইংরেজিতে কথা বলেন সবাই তাকে বাংলায় কথা বলতে বললে তিনি বলেন বাংলায় কথা বলতে তার ভালো লাগে না।** উদ্দীপকের তারেকের মধ্যে 'বঙ্গবাণী' কবিতার কোন দিকটি অনুপস্থিত? মাতৃভাষার প্রতি বিদ্বেষ মাতৃভাষার প্রতি ঘৃণা মাতৃভাষার প্রতি মমতা ইংরেজি ভাষার প্রতি বিদ্বেষ 30 / 30 উদ্দীপকের তারেকের জন্য আব্দুল হাকিমের কোন উক্তিটি প্রযোজ্য ? নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায় আরবি ফারসি শাস্ত্রে নাই কোনো রাগ দেশী ভাষা উপদেশ মনে হিত অতি দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ Your score is LinkedIn Facebook VKontakte Send feedback এসএসসি বাংলা দ্বিতীয় পত্র