quiz ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন June 12, 2021 316 FacebookTwitterPinterestWhatsApp Advertisement ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন 131 Created on June 12, 2021এসএসসি বাংলা প্রথম পত্র পল্লিসাহিত্য(বহুনির্বাচনি) সময়-৩০ মিনিট মান-৩০ NameEmail 1 / 30 'পিড়েয় বসে পেঁড়োর খবর'- এটি মূলত - উপকথা প্রবাদ বাক্য খনার বচন ডাক 2 / 30 ফোকলোর সোসাইটির কাজ কী ? পল্লির প্রাচীন ইতিহাস সংগ্রহ করা পল্লি জীবন অবলম্বনে সাহিত্য রচনা করা খেলাধুলার উপাদান সংগ্রহ ও প্রচার প্ললি জীবনকে তুলে ধরা 3 / 30 'পল্লিসাহিত্য' প্রবন্ধে নিচের কোনটিতে ভূয়োদর্শনের পরিপক্ব ফল সঞ্চিত থাকার কথা বলা হয়েছে? ডাক ও খনার বচনে ছড়া ও পালাগানে ছড়া ও উপকথায় পল্লিগানে 4 / 30 জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথা খুঁজে পাওয়া যায় নিচের কোন বাক্যে? এক হাত বোল্লা বার হাত শিং পিড়েয় বসে পেঁড়োর খবর রোদ হচ্ছে পানি হচ্ছে, খেঁকশিয়ালির বিয়ে হচ্ছে কলা রুয়ে না কেটো পাত 5 / 30 'মন মাঝি তোর বৈঠা নেরে, আমি আর বাইতে পারলাম না' -এটি কোন ধরনের গান ? জারি সারি ভাটিয়ালি মারফতি 6 / 30 'ধরি মাছ, না ছুঁই পানি'- এ কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ হলো- সাপও মরবে লাঠিও ভাঙবে না শক্তের ভক্ত নরমের জম আপনি বাঁচলে বাপের নাম দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই 7 / 30 কোনগুলো সরস প্রাণের জীবন্ত উৎস ? ছড়া ও গান উপকথা ডাক ও খনার বচন প্রবাদ ও প্রবচন 8 / 30 'ফোকলোর' কথাটির উদ্ভাবক কে ? গ্রাহাম বেল উইলিয়াম থমস রোমাঁ রোলাঁ দীনেশচন্দ্র সেন 9 / 30 Proletariat সাহিত্য হচ্ছে- চাষাভুষাদের গ্রামীণ মানুষের শহরের অধিবাসীদের শ্রমজীবী দুঃখীদের 10 / 30 'কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত' এটি মূলত- খনার বচন প্রবাদ বাক্য ছড়া ডাকের কথা 11 / 30 আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে তার কত আনা শহুরে সাহিত্য? ষোলো আনা বারো আনা দশ আনা পনেরো আনা 12 / 30 রোমাঁ রোলাঁ রচিত উপন্যাস কোনটি ? জাঁ ক্রিস্তফ লা মিজারেবল টেল অব টু সিটিজ ইন আওয়ার টাইম 13 / 30 Folklore Society সর্বপ্রথম কত সালে গঠিত হয়? ১৮৪৮ ১৮৫০ ১৮৫১ ১৮৪৯ 14 / 30 নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) দুটি প্রশ্নের উত্তর দাওঃ'চিড়া বলো, পিঠা বলো ভাতের মতো নাখালা বলো, ফুফু বলো মায়ের মতো না'**উদ্দীপকটি 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কীসের সাথে সাদৃশ্যপূর্ণ? উপকথা খনার বচন ছড়া প্রবাদ বাক্য 15 / 30 ** উক্ত সাদৃশ্যের কারণ, এগুলো- আনন্দ ও সৌন্দর্যের প্রকাশ সরস প্রাণের জীবন্ত উৎস পল্লির সাধারণ মানুষের ভাবনা হাজার বছরের ভূয়োদর্শন 16 / 30 আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে বিস্মৃতির অতল গর্ভে হারিয়ে যাচ্ছে- উপকথা পল্লিগান প্রবাদ ছড়া 17 / 30 মুহম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? ১৮৮২ ১৮৮৫ ১৮৯২ ১৮৯৫ 18 / 30 মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী ? সওগাত আঙুর মোহাম্মদী লাঙল 19 / 30 'দেওয়ানা মদিনা'র রচয়িতার নাম কী? চন্দ্রকুমার দে মুহম্মদ শহীদুল্লাহ মনসুর বয়াতি দ্বিজ কানাই 20 / 30 কোনটি হারিয়ে গিয়ে অতীতের সাথে আমাদের সম্পর্ক লোপ করে দিচ্ছে? খনার বচন উপকথা পল্লিগান ছড়া 21 / 30 'মৈমনসিংহ গীতিকা' কে সংগ্রহ করেন? চন্দ্রকুমার দে মনসুর বয়াতি দ্বিজ কানাই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 22 / 30 'আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ' গল্পের ঘটনাস্থল কোন দেশ ? চীন দেশ ইরাক ইরান আরব দেশ 23 / 30 কত সালে 'পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনীর' একাদশ অধিবেশনে মুহম্মদ শহীদুল্লাহ ভাষণ দেন ? ১৯৩৭ ১৯৩৬ ১৯৩৫ ১৯৮৩৮ 24 / 30 মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞানকে কী বলে ? নৃতত্ত্ব পুরাত্তত্ব বিবর্তন দর্শন 25 / 30 'ঠাকুরমার ঝুলি' কে রচনা করেন ? দক্ষিণারঞ্জন মিত্র দীনেশ্চন্দ্র সেন মনসুর বয়াতি দ্বিজ কানাই 26 / 30 রোঁমা রোঁলা কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ? ১৯১৩ ১৯১৪ ১৯১৬ ১৯১৫ 27 / 30 সর্বপ্রথম কোথায় ফোকলোর সোসাইটি গঠিত হয় ? লন্ডনে গ্রীসে নিউইয়র্কে প্যারিসে 28 / 30 'মর্জিনা' কোনটির চরিত্র ? আলি বাবা ও চল্লিশ দস্যু ঠাকুরমার ঝুলি দেওয়ানা মদিনা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ 29 / 30 মুহম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন ? ১৯৬৮ ১৯৬৯ ১৯৬২ ১৯৭৭ 30 / 30 কোনটি মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ নয় ? বাংলা ভাষার ইতিহাস বাংলা সাহিত্যের কথা বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা ভাষার ব্যাকরণ Your score is LinkedIn Facebook VKontakte Send feedback এসএসসি বাংলা দ্বিতীয় পত্র