Wednesday, September 18, 2024
More

    ‘আহ্বান’ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন


    Created on By admin

    আহ্বান(বহুনির্বাচনি)

    1 / 30

    ১। 'আহ্বান' গল্পে বুড়িকে মা বলে সম্বোধন করে কে ?

    2 / 30

    ২। 'ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে'- কোনটির কথা বলা হয়েছে ?

    3 / 30

    ৩। 'আহ্বান' গল্পে কথককে কে প্রথমে বুড়ির মৃত্যু সংবাদ শুনিয়েছিল ?

    4 / 30

    ৪। 'গ্রামের ছেলে গ্রামে বাস করবে'- 'আহ্বান' গল্পের এ বাক্যে প্রকাশ পেয়েছে গ্রামের প্রতি -

    5 / 30

    ৫। 'আহ্বান' গল্পে কে কথককে বুড়ির কবরে মাটি দিতে অনুরোধ করে ?

    6 / 30

    ৬। 'কেন বাবা, পয়সা কেন'?- বুড়ির এ উক্তিতে ফুটে উঠেছে -

    7 / 30

    ৭। গোপাল কোন মাসে বুড়ির সঙ্গে হাজরার বউকে দেখেছিলেন ?

    8 / 30

    ৮। 'আহ্বান' গল্পে বর্ণিত বুড়ির স্বামীর পেশা কী ছিল?

    9 / 30

    ৯। 'আহ্বান' গল্পে যে বিষয়টি ফুটে উঠেছে ?

    10 / 30

    ১০। বুড়ির বাড়ি থেকে ফিরে আসার সময় গল্পকথক বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এসেছিল কী জন্য ?

    11 / 30

    উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

    পরিবারের ব্যয় নির্বাহে অমানুষিক পরিশ্রম করেও রিকশাচালক রতন প্রতিমাসে একদিন এতিমখানায় কিছু খাবার দেয়।

    ১১। উদ্দীপকের রতন 'আহ্বান' গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয় ?

    12 / 30

    ১২। উদ্দীপকটি কোন বিবেচনায় 'আহ্বান' গল্পের সাথে তুলনীয় ?

    13 / 30

    ১৩। কোনদিক বিবেচনা করে 'আহ্বান' গল্পের নামকরণ করা হয়েছে ?

    14 / 30

    ১৪। দিগম্বরী কে ?

    15 / 30

    ১৫। 'আহ্বান' গল্পের বুড়ি কোন ঋতুতে মারা যায় ?

    16 / 30

    ১৬। 'আহ্বান' গল্পের কথক তৃতীয় পর্যায়ে গ্রামে আসে কখন ?

    17 / 30

    ১৭। 'তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি' উক্তিটি কার ?

    18 / 30

    ১৮। 'আহ্বান' গল্পে কয়জন জোয়ান ছেলে কবর খুঁড়ছে ?

    19 / 30

    ১৯। বুড়িকে কবর দেয়ার জন্য নাতজামাই কয়টা সময় যেতে বলেছেন ?

    20 / 30

    ২০। 'মৌরিফুল' কী জাতীয় রচনা ?

    21 / 30

    ২১। 'যদি মরি, আমার কাফনের কাপড় তুই কিনে দিস' -বাক্যটিতে বুড়ির কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে ?

    22 / 30

    ২২। বুড়িকে কোন গাছের তলায় কবর দেয়া হয়েছিল ?

    23 / 30

    ২৩। 'আহ্বান' গল্পের মূল উপজীব্য -

    i. নাগরিক জীবন

    ii. মানুষের সরলতা

    iii.সহজ জীবন ধারা

    কোনটি সঠিক ?

    24 / 30

    ২৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত সালে ?

    25 / 30

    ২৫। কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার লাভ করেন ?

    26 / 30

    ২৬। গোপাল কত মাস পর পুনরায় গ্রামে এসেছিল ?

    27 / 30

    নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:

    হাসপাতালে জরুরি প্রয়োজনে সুদীপ্তকে রক্ত দিয়েছিল রায়হান।যদিও তাদের ধর্ম আলাদা।

    ২৭। উদ্দীপকের ঘটনা 'আহ্বান' গল্পের কোন দিকটি প্রকাশ করে ?

    28 / 30

    ২৮। উক্ত দিকটির আলোকে গল্পের বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে -

    29 / 30

    ২৯। কথকের সাথে পড়তো কে ?

    30 / 30

    ৩০। 'আহ্বান' গল্পে প্রতিফলিত মূল দিকটি হলো-

    i.উদার মানবিক সম্পর্ক

    ii.শাস্ত্রীয় কঠোরতামুক্ত গ্রামীণ সমাজ

    iii. অসাম্প্রদায়িক চেতনা

    কোনটি সঠিক ?

     

    Your score is

    The average score is 64%

    0%


    Home Page
    আরও দেখুন: সৃজনশীল প্রশ্ন(আহ্ববান গল্প)

     

    error: Content is protected !!