এইচএসসি মডেল টেস্ট-৫

এইচএসসি মডেল টেস্ট

8
Advertisement

এইচএসসি মডেল টেস্ট-৫

শিক্ষার্থী বন্ধুরা,

এইচএসসি মডেল টেস্ট-৫ এর মধ্যে যেসব গল্প ও কবিতা অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হলো-  অপরিচিতা, বিলাসী বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বিদ্রোহী, সোনার  তরী, বিভীষণের প্রতি মেঘনাদ, নাটক- সিরাজউদ্দৌলা ও উপন্যাস- লালসালু। আশা করি শিক্ষার্থীরা উপকৃত হবে। তোমাদের উত্তরোত্তর সাফল্যের প্রত্যাশায় Team jochhonabilash.com ধন্যবাদ।

এইচএসসি মডেল টেস্ট-৫

এইচএসসি মডেল টেস্ট

1 / 30

'আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম'- উক্তি থেকে বুঝা যায় অনুপম-
i.প্রতিবাদহীন
ii. বিবেকবোধহীন
iii.বাক্স্বাধীনতাহীন
নিচের কোনটি সঠিক?

2 / 30

'অপরিচিতা'র কল্যাণী চরিত্রটির মধ্যে ফুটে উঠেছে-
i. নারীর ব্যক্তিত্বের জাগরণ
ii.দেশচেতনা
iii.আত্ম অহঙ্কার
কোনটি সঠিক?

3 / 30

প্রজাপতি হলেন -
i.ব্রহ্মা
ii.জীবের স্রষ্টা
iii.বিয়ের দেবতা
নিচের কোনটি সঠিক?

4 / 30

অনুপমের মামা জীবনে একবার বিশেষ কাজে কলকাতার বাইরে কতদূর পর্যন্ত গিয়েছিলেন ?

5 / 30

'সোনার তরী' কবিতায় 'বাঁকা জল' বলতে বোঝানো হয়েছে -

6 / 30

'সোনার তরী' কবিতার অধিকাংশ পঙ্কতির মাত্রা বিন্যাস-

7 / 30

'সোনার তরী' কবিতায় 'কোথা যাও ,কোন বিদেশে?' এখানে 'বিদেশ'  মূলত-

8 / 30

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাওঃ
'তুমি চলে গেছ বহুদূর্‌ রেখে গেছো কিছু স্মৃতি সুরে সুরে
কিছুই তো ভালো লাগে না,গাই গান কেমন করে ?
উদ্দীপকের 'তুমি' তাহারেই পড়ে মনে কবিতার কার সাথে সাদৃশ্য রয়েছে ?

9 / 30

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ?
i. বিষাদময় রিক্ততা
ii.প্রিয়জন হারানোর বেদনা
iii.নৈসর্গিক রূপ
কোনটি সঠিক

10 / 30

'তাহারেই পড়ে মনে' কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য হলো -
i. ছন্দের বিশিষ্টতা
ii. সংলাপধর্মিতা
iii. নাটকীয়তা

নিচের কোনটি সঠিক ?

11 / 30

'পদ্ম' ও 'শঙ্খ' কার অস্ত্র ?

12 / 30

নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) দুটি প্রশ্নের উত্তর দাও:

"আসিতেছে শুভদিন,

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।"

** উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃস্যপূর্ণ দিক হল-

13 / 30

**উদ্দীপকের ভাবধারা 'বিদ্রোহী' কবিতার যে চরণে ফুটে উঠেছে-

i. মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী

ii. যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না

iii.অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না

নিচের কোনটি সঠিক ?

14 / 30

পরশুরাম বিষ্ণুর কততম অবতার ?

15 / 30

'বিদ্রোহী' কবিতায় উল্লিখিত দুর্বাসা-

i. মহর্ষি অত্রির ঔরসে জন্মগ্রহণ করেন

ii. রেণুকার গর্ভজাত সন্তান

iii. অনসূয়ার গর্ভজাত সন্তান

নিচের কোনটি সঠিক ?

16 / 30

বিষ্ণু বা সুদর্শন কয় হাত বিশিষ্ট ?

17 / 30

ইন্দ্রাণী-সুত কে ?

18 / 30

'প্রতিদান' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?

19 / 30

'প্রতিদান' কবিতায় সোহাগ জড়ানো কী ?

20 / 30

কবি জসীমউদ্‌দীনের পৈতৃক নিবাস কোন গ্রামে?

‌ ‍‍

21 / 30

মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত ?

22 / 30

'বিলাসী' গল্পের কথকের নাম কী ?

23 / 30

'লালসালু' উপন্যাসে সুন্দর সকালটাকে খান খান করে দিয়েছিল কে ?

24 / 30

কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল ?

25 / 30

জমিলাকে নিয়ে রহিমার মনে কোন ভাব জাগে ?

26 / 30

'তা এই বদ মতলব কেন হইল?'- এখানে 'বদ মতলব' বলতে কী বোঝানো হয়েছে ?

27 / 30

কত দিন পর পর মাজারের সংস্কার হয় ?

28 / 30

আউয়ালপুরের পির সাহেবের পূর্বপুরুষ কোন দেশ থেকে এদেশে এসেছেন ?

29 / 30

মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক কোন দিকে চলেছে ?

30 / 30

'লালসালু' উপন্যাসে তাহের-কাদেরের মায়ের জানাজা কে পড়িয়েছে ?

Your score is

The average score is 83%

0%

আরও দেখুন মডেল টেস্ট