হুমায়ূন আহমেদ: পাঠকপ্রিয় ও শিল্পনন্দিত কথাসাহিত্যিক

227
Advertisement

হুমায়ূন আহমেদ: পাঠকপ্রিয় ও শিল্পনন্দিত কথাসাহিত্যিক

                  হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের কালজয়ী কথা-সাহিত্যিক।শরৎচন্দ্রের পরে তিনিই দুই বাংলার সবেচেয়ে জনপ্রিয় লেখক। সুনীল গঙ্গোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক।কিন্তু আশ্চর্য কারণে কিছু লেখক ও একশ্রেণির পাঠক তাঁকে লেখক বলতে কার্পণ্যবোধ করেন। কেউ কেউ তাঁর লেখাকে ‘সস্তা প্রেমের উপন্যাস’ এমনকি ‘অপন্যাস’ বলতেও দ্বিধা করেননি।কারও কারও মতে তিনি ‘বাজারি লেখক’। অথচ, আহমদ শরীফ ও আহমদ ছফার মতো প্রাজ্ঞ সমালোচকেরা তাঁর লেখার অকুণ্ঠ প্রশংসা করেছেন।

আব্দুল্লাহ আবু সায়ীদ তাঁর ‘জনপ্রিয় লেখকেরা কি অলেখক?’  শিরোনামের প্রবন্ধে হুমায়ূন আহমেদকে নিয়ে এই শ্রেণির লেখক ও পাঠকদের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন। হুমায়ূন আহমেদের আকাশচুম্বী জনপ্রিয়তায় তাঁরা কি কিঞ্চিৎ ঈর্ষান্বিত? -এই প্রশ্ন তোলা অবান্তর নয়। হুমায়ূন আহমেদ এসব সমালোচনার জবাব  দিয়েছেন ‘ফাউন্টেনপেন’ নামক বইয়ে।এর একটি নমুনা উদ্ধৃত হলো :- 

‘বাজারি লেখক মানে তুচ্ছ লেখক, তেল- সাবান-পেঁয়াজ – কাঁচা মরিচের বিক্রেতা টাইপ লেখক।এদের বই বাজারে পাওয়া যায় বলেও বাজারি।যাদের বই বাজারে পাওয়া যায় না, তাদের বাড়িতে কার্টন ভর্তি থাকে, তারা মহান লেখক,মুক্তবুদ্ধির লেখক, কমিটেড লেখক, সত্যসন্ধানী লেখক।তাঁদের বেশির ভাগের ধারণা তাঁরা কালজয় করে ফেলেছেন। এরা বাজারি লেখকদের কঠিন আক্রমণ করতে ভালোবাসেন।’


…… টেলিফোন এসেছে।কণ্ঠ উত্তেজিত। উত্তেজনার ভেতরে চাপা আনন্দ।

-‘হুমায়ূন ভাই! আপনাকে তো শুইয়ে ফেলেছেন।’
-‘কে শুইয়েছেন?’


‘বদরুদ্দীন ওমর। সমকাল পত্রিকার সেকেন্ড এডিটোরিয়ালে। উনি বলেছেন আপনার লেখায় শিক্ষামূলক কিছু নেই।’

-‘এটা তো উনি ঠিকই বলেছেন। আমি পাঠ্যবই লিখি না।আমার বই শিক্ষামূলক হবে কেন? জীবনে একটাই পাঠ্যবই লিখেছিলাম ‘কোয়ান্টাম রসায়ন’ সম্ভবত উনার চোখ এড়িয়ে গেছে।’  -ফাউন্টেনপেন


           পাঠকপ্রিয়তা শিল্পের মাপকাঠি নয়,তাই বলে পাঠকপ্রিয় হলেই কোন লেখকের লেখা শিল্পোত্তীর্ণ হবে

না- এমন ধরণা করাও সমীচীন নয়। ‘নন্দিত নরকে’,’আগুনের পরশমণি’,’বহুব্রীহি’,’অয়োময়’,’জোছনা ও জননীর গল্প’,’গৌরিপুর জংশন’,’মধ্যহ্ন’,’অনিল বাগচির একদিন’, ‘শঙ্খনীল কারাগার’ এর মতো এরকম হুমায়ূন আহমেদ এর আরও অনেক উপন্যাসের নাম বলা যাবে যেগুলো একই সাথে পাঠকপ্রিয় ও শিল্পনন্দিত।

 

লেখা- সাইফুল্লাহ বায়েজীদ ,’হুমায়ূন আহমেদের  উপন্যাসে মুক্তিযুদ্ধ’ বিষয়ে   এম.ফিল. গবেষক। চট্টগ্রাম   বিশ্ববিদ্যালয় ।

গল্প>জোছনাপ্রভা