quiz প্রবাস বন্ধু(বহুনির্বাচনি প্রশ্ন) October 21, 2020 371 FacebookTwitterPinterestWhatsApp Advertisement প্রবাস বন্ধু(বহুনির্বাচনি প্রশ্ন) 250 Created on October 21, 2020 By admin প্রবাস বন্ধু NameEmail 1 / 25 ১। 'তম্বী' শব্দের অর্থ কী ? ক) তিরস্কার খ) পুনরায় গ) তনু ঘ) বপু 2 / 25 ২। কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন ? ক) ২ টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি 3 / 25 ৩। 'মর্তমান কলা' বলতে কোন দেশের কলা বোঝানো হয়েছে? ক) ভারত গ) থাইল্যান্ড গ) ভিয়েতনাম ঘ) মায়ানমার 4 / 25 ৪। 'গুরুজনদের দিকে তাকাতে নেই' এটি মূলত- ক) কুসংস্কার খ) সংস্কৃতি গ) সংস্কার ঘ) আশঙ্কা 5 / 25 ৫। লেখক যেখানে থাকেন সেখান থেকে কাবুল শহর কত মেইল দূরে ? ক) দুই মাইল খ) আড়াই মাইল গ) তিন মাইল ঘ) ্সাড়ে তিন মাইল 6 / 25 ৬। 'ব্যস! উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান।' বাক্যটিতে প্রকাশিত হয়েছে - ক) ভর্ৎসনা খ) প্রশংসা গ) তিরস্কার ঘ) উপহাস 7 / 25 ৭। 'প্রবাস বন্ধু' রচনায় কফির পাত্রের সাইজ কেমন ছিল? ক) ছোটো খ) মাঝারি গ) বড়ো ঘ) খুব বড় 8 / 25 ৮। পানশিরে কতদিন ধরে বরফ পড়ে বলে আব্দুর রহমান উল্লেখ করেছেন ? ক) ৩ দিন খ) ৪ দিন গ) ৫ দিন ঘ) ৭ দিন 9 / 25 ৯। 'জুতা বুরুশ থেকে খুন খারাবি পর্যন্ত' বলতে কী বোঝানো হয়েছে?i. সকল কাজে পারদর্শীii. জুতা ব্রাশ ও খুন খারাবিiii. সকল কাজের কাজিনিচের কোনটি সঠিক ? ক) i ও ii খ) i ও iii গ) i ও ii ঘ) i, ii ও iii 10 / 25 ১০। বাগেবালার আঙুর সম্পর্কে লেখকের অভিমত হলো-i. এ আঙুর মশহুরii. এ আঙুর টকiii. এ আঙুর বরফে ঢাকা থাকলেও ঠান্ডা ছিল নাকোনটি সঠিক ? ক) i ও ii খ) ii iii গ) i ও iii ঘ) i' ii ও iii 11 / 25 ১১। সৈয়দ মুজতবা কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ? ক) ১৯০৩ খ) ১৯০৪ গ) ১৯০৯ ঘ) ১৯১৩ 12 / 25 ১২। 'ও রভোয়া' শব্দের অর্থ কী ? ক) আবার কথা হবে খ) আবার দেখা হবে গ) আবার আসবেন ঘ) ধন্যবাদ 13 / 25 ১৩। আব্দুর রহমান উচ্চতায় কয় ফুট ? ক) ৫ ফুট ৬ ইঞ্চি খ) ৬ ফুট ৪ ইঞ্চি গ) ৭ ফুট ১ ইঞ্চি ঘ) ৪ ফুট ৮ ইঞ্চি 14 / 25 ১৪। 'প্রবাস বন্ধু' রচনায় কোন ঋতুর বর্ণনা করা হয়েছে ? ক) গ্রীষ্ম-বর্ষা খ) বর্ষা-হেমন্ত গ) শীত-গ্রীষ্ম ঘ) শীত-বসন্ত 15 / 25 ১৫। আব্দুর রহমান কার মতো রান্না করবে বলে লেখক উল্লেখ করেছেন ? ক) ভীমসেন খ) খাজামোল্লা গ) তানসেন ঘ) লক্ষ্মণ সেন 16 / 25 ১৬। কত দিন হলো আব্দুর রহমান খালাস পেয়েছে ? ক) এক মাস খ) দুই মাস গ) তিন মাস ঘ) চার মাস 17 / 25 ১৭। কোন পাহাড় থেকে বরফ আনা হয় ? ক) কাবুল পাহাড় খ) খাইবার পাহাড় গ) পাগমনের পাহাড় ঘ) খাজা মোল্লার পাহাড় 18 / 25 ১৮। কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয় ? ক) গ্রীষ্মকালে খ) শীতকালে গ) বর্ষাকালে ঘ) বসন্তকালে 19 / 25 ১৯। মাংসের গামলার মধ্যে লুকোচুরি খেলছিল কী ? ক) আলু খ) কিসমিস গ) পেঁয়াজ ঘ) কাবাব 20 / 25 ২০। কাবুলিরা কয় পেয়ালা চা পান করে ? ক) চার খ) পাঁচ গ) ছয় ঘ) সাত 21 / 25 ২১। 'প্রবাস বন্ধু' 'দেশে-বিদেশে' গ্রন্থের কোন অংশ থেকে নেয়া হয়েছে ? ক) দ্বাদশ খ) পঞ্চদশ গ) একাদশ ঘ) ত্রয়োদশ 22 / 25 ২২। পানশির কোথায় অবস্থিত ? ক) উত্তর আফগানিস্তান খ) দক্ষিণ আফগানিস্তান গ) পূর্ব আফগানিস্তান ঘ) পশ্চিম আফগানিস্তান 23 / 25 ২৩। সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যু বরণ করেন ? ক) ১৯৭৩ খ) ১৯৭২ গ) ১৯৭৪ ঘ) ১৯৭৫ 24 / 25 ২৪। সৈওয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ? ক) বন বিশ্ববিদ্যালয় খ) কাবুল বিশ্ববিদ্যালয় গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয় 25 / 25 ২৫। কত সালে সৈয়দ মুজতবা আলী স্নাতক ডিগ্রি অর্জন করেন? ক) ১১৯২৫ খ) ১৯২৬ গ) ১৯২৭ ঘ) ১৯২৩ Your score isThe average score is 63% LinkedIn Facebook VKontakte 0% আরও দেখুন:অনলাইন পড়াশোনা