‘আমার পথ’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন

584
Advertisement

‘আমার পথ’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন #এইচএসসি বাংলা প্রথম পত্র

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

নিজেকে জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সক্রেটিস বলেছিলেন, ‘Know Thyself’ অর্থাৎ নিজেকে জানো ।মূলত, আত্মপলব্ধির মধ্য দিয়েই নির্মিত হয় ব্যক্তিত্ববোধ। প্রবল ইচ্ছাশক্তিই পরাধীনতার জাল থেকে বের করে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। সুতরাং ইচ্ছাশক্তি ও সত্য পথকে ধারণ করে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

ক) কাজী নজরুল ইসলামের মতে,ভুলের মধ্য দিয়ে গিয়ে কী পাওয়া যায় ? ১

খ) ‘আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত’-ব্যাখ্যা কর।          ২

গ) উদ্দীপকের সাথে ‘আমার পথ’ প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধর।  ৩

ঘ) উদ্দীপকের  ‘নিজেকে জানো’ এই কথাটি ‘আমার পথ’ প্রবন্ধের মূল বিষয়বস্তুকে নির্দেশ করে কি ?

তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।       ৪

সোনার তরী(বহুনির্বাচনি)