‘স্বাধীনতা, এ শব্দটি কীভবে আমাদের হলো’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন
Created by adminস্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো NameEmail ১। নির্মেলেন্দু গুণ কত সালে জন্মগ্রহণ করেন ? ক) ১৯৪৩ খ) ১৯৪৫ গ) ১৯৪৭ ঘ) ১৯৪৮ ২। কবি নির্মলেন্দু গুণ কোন গ্রামে জন্মগ্রহণ করেন ? ক) নিমতা খ) পাড়াতলী গ) কাশবন ঘ) হরিপুর ৩। 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত ? ক) চাষাভূষার কাব্য খ) প্রেমাংশুর রক্ত চাই গ) বাংলার মাটি বাংলার জল ঘ) পঞ্চাশ সহস্র বর্ষ ৪। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে হাতে মৃত্যু নিয়ে কারা এসেছিল ? ক) উলঙ্গ কৃষক খ) করুণ কেরানি গ) লোহার শ্রমিক ঘ) বিদ্রোহী শ্রোতা ৫। কোন পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' হিসেবে আখ্যায়িত করে ? ক) নিউজউইক খ) নিউজ টুডে গ) নিউয়র্ক টাইমস ঘ) ওয়াশিংটন নিউজ ৬। প্রাণের সবুজ এসে কোথায় মিশেছে ? ক) জনতার মঞ্চে খ) মাঠের সবুজে গ) বিমুখ প্রান্তরে ঘ) ফুলের বাগানে ৭। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মঞ্চ রেসকোর্স ময়দানের কোন প্রান্তে নির্মিত হয়েছিল ? ক) পূর্ব প্রান্ত খ) দক্ষিণ প্রান্ত গ) উত্তর প্রান্ত ঘ) পশ্চিম প্রান্ত ৮। 'নিউজউইক' পত্রিকা কত সালে বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে ? ক) ১৯৭০ খ) ১৯৭১ গ) ১৯৭২ ঘ) ১৯৭৩ ৯। মধ্যবিত্তের চোখে ছিল- ক) প্রতিশোধের আগুন খ) ভবিষ্যৎ কল্পনা গ) প্রাপ্তির আনন্দ ঘ) আনন্দ অশ্রু ১০। 'অমর কবিতা' বলতে কবি নির্মলেন্দু গুণ কোনটিকে বুঝিয়েছেন ? ক) স্বাধীন বাংলাদেশ খ) বঙ্গবন্ধুর ভাষণ গ) জনতার সংগ্রাম ঘ) বিদ্রোহী শ্রোতা ১১। 'কপালে কব্জিতে লালসালু বেঁধে কারখানা থেকে এসেছিল লোহার শ্রমিক'- এখানে 'লালসালু' কীসের প্রতীক ? ক) সংগ্রামী চেতনা খ) প্রতিবাদ গ) বিদ্রোহী চেতনা ঘ) প্রতিরোধ ১২। নির্মলেন্দু গুণ রচিত ছোটোদের উপন্যাস কোনটি ? ক) আপন দলের মানুষ খ) বাবা যখন ছোটো ছিলেন গ) পঞ্চাশ সহস্র বর্ষ ঘ) বাংলার মাটি বাংলার জল ১৩। 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় নির্মলেন্দু গুণ রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ ব্যবহার করেছেন ? ক) দেবতার গ্রাস খ) মেঘদূত গ) অহল্যার প্রতি ঘ) নিবেদন ১৪। মধ্যবিত্তের চোখে ছিল- ক) মৃত্যু খ) স্বপ্ন গ) আগুন ঘ) ঘৃণা ১৫। 'মার্চের বিরুদ্ধে মার্চ'- বলতে কবি কী বুঝিয়েছেন?i. অশুভ শক্তির উত্থানii. বঙ্গবন্ধুর স্মৃতি মুছে দেয়ার অপচেষ্টাiii. মার্চ মাসের বিরুদ্ধে মার্চ মাসনিচের কোনটি সঠিক ? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১৬। প্রকৃতপক্ষে কত সালে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় ? ক) ১৭৫৭ খ) ১৮৫৭ গ) ১৯৪৮ ঘ) ১৯৭১ ১৭। 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় বিষ্ণু দের কোন কবিতার চরণ ব্যবহার করা হয়েছে ? ক) দেবতার গ্রাস খ) ঘোড়সওয়ার গ) একটি কাফি ঘ) পলায়ন ১৮। 'গণসূর্যের মঞ্চ' বলতে কী বোঝানো হয়েছে ? ক) আলোচিত মঞ্চ খ) নেতার মঞ্চ সূর্যের মতো গ) উদ্দীপ্ত মঞ্চ ঘ) বিপ্লবী মঞ্চ নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ১৯৭১ সালের ৭ই মার্চ বাঙালির মনে যে জোয়ার জেগেছিল, দাদু সেই গল্প সবাইকে শোনান।১৯। উদ্দীপকের দাদু 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার কার প্রতিনিধি ? ক) বঙ্গবন্ধু খ) নির্মলেন্দু গুণ গ) রবীন্দ্রনাথ ঘ) করুণ কেরানি ২০। উদ্দীপকে বাঙালির মনে যে জোয়ারের কথা বলা হয়েছে তা কীসের আহ্বান ? ক) দেশ গড়ার খ) অসহযোগের গ) স্বাধীনতার ঘ) অনশনের Your score isThe average score is 28% LinkedIn Facebook Twitter VKontakte
স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
১। নির্মেলেন্দু গুণ কত সালে জন্মগ্রহণ করেন ?
২। কবি নির্মলেন্দু গুণ কোন গ্রামে জন্মগ্রহণ করেন ?
৩। 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত ?
৪। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে হাতে মৃত্যু নিয়ে কারা এসেছিল ?
৫। কোন পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' হিসেবে আখ্যায়িত করে ?
৬। প্রাণের সবুজ এসে কোথায় মিশেছে ?
৭। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মঞ্চ রেসকোর্স ময়দানের কোন প্রান্তে নির্মিত হয়েছিল ?
৮। 'নিউজউইক' পত্রিকা কত সালে বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে ?
৯। মধ্যবিত্তের চোখে ছিল-
১০। 'অমর কবিতা' বলতে কবি নির্মলেন্দু গুণ কোনটিকে বুঝিয়েছেন ?
১১। 'কপালে কব্জিতে লালসালু বেঁধে কারখানা থেকে এসেছিল লোহার শ্রমিক'- এখানে 'লালসালু' কীসের প্রতীক ?
১২। নির্মলেন্দু গুণ রচিত ছোটোদের উপন্যাস কোনটি ?
১৩। 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় নির্মলেন্দু গুণ রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ ব্যবহার করেছেন ?
১৪। মধ্যবিত্তের চোখে ছিল-
১৫। 'মার্চের বিরুদ্ধে মার্চ'- বলতে কবি কী বুঝিয়েছেন?
i. অশুভ শক্তির উত্থান
ii. বঙ্গবন্ধুর স্মৃতি মুছে দেয়ার অপচেষ্টা
iii. মার্চ মাসের বিরুদ্ধে মার্চ মাস
নিচের কোনটি সঠিক ?
১৬। প্রকৃতপক্ষে কত সালে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় ?
১৭। 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় বিষ্ণু দের কোন কবিতার চরণ ব্যবহার করা হয়েছে ?
১৮। 'গণসূর্যের মঞ্চ' বলতে কী বোঝানো হয়েছে ?
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ
১৯৭১ সালের ৭ই মার্চ বাঙালির মনে যে জোয়ার জেগেছিল, দাদু সেই গল্প সবাইকে শোনান।
১৯। উদ্দীপকের দাদু 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার কার প্রতিনিধি ?
২০। উদ্দীপকে বাঙালির মনে যে জোয়ারের কথা বলা হয়েছে তা কীসের আহ্বান ?
Your score is
The average score is 28%
বইপড়া(বহুনির্বাচনি)