‘সাহসী জননী বাংলা’ বহুনির্বাচনি প্রশ্ন- সেট ১
Created by admin সাহসী জননী বাংলা NameEmail 1 / 20 ১। 'সাহসী জননী বাংলা' কবিতায় কোন দুটি নদীর নাম আছে ? ক) শীতলক্ষ্যা ও যমুনা খ) বুড়িগঙ্গা ও পদ্মা গ) কর্ণফুলী ও পদ্মা ঘ) তিস্তা ও গোমতী 2 / 20 ২। 'নীলকমল' বলতে 'সাহসী জননী' বাংলা কবিতায় কাদের বোঝানো হয়েছে ? ক) নীল রঙের কমল খ) অনার্য জাতি গ) পাকিস্তানি হানাদার ঘ) মুক্তিযোদ্ধা 3 / 20 ৩। বাঙালি কীসে মাত হবে বলে হানাদাররা ভেবেছিল? ক) অস্ত্রে খ) শক্তিতে গ) ক্ষমতায় ঘ) রক্তে 4 / 20 ৪। বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত বলে কবি একে বলেছেন - ক) সাহসী জননী খ) নীলকমল গ) চিরকবিতার দেশ ঘ) অনার্য জাতি 5 / 20 ৫। 'সাহসী জননী বাংলা' কবিতায় কবি 'বাঘের থাবা' বলতে কী বুঝিয়েছেন ? ক) পাকিস্তানি সেনাদের আক্রমণ খ) পাকিস্তানিদের গুলিবর্ষণ গ) বীর বাঙালির ঐতিহ্য ঘ) মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ 6 / 20 ৬। কবির মতে বাংলার বুকে কী চাপা আছে ? ক) মহা প্রতিরোধ খ) ঘৃণার কার্তুজ গ) মৃতের আগুন ঘ) বাঘের থাবা 7 / 20 ৭। 'চির কবিতার দেশ'- পঙক্তিতে প্রকাশ পেয়েছে- ক) নির্ভীকতা খ) উদারতা গ) ঐতিহ্য ঘ) আত্মগ্লানি 8 / 20 ৮। 'অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে' চরণটি দ্বারা কবি কীসের ইঙ্গিত করেছেন? ক)মুক্তিযুদ্ধ খ) ভাষা আন্দোলন গ) গণ অভ্যুত্থান ঘ) সিপাহি বিদ্রোহ 9 / 20 ৯। মধ্যরাতে কারা জাগে ? ক) লালকমল খ) নীলকমল গ) হানাদার ঘ) শত্রু 10 / 20 ১০। 'সাহসী জননী বাংলা' কবিতায় বাঙালির প্রতি পাকিস্তানিদের ধারণা -i. অনার্য জাতিii. ভীতুiii. খর্বদেহনিচের কোনটি সঠিক ? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii 11 / 20 ১১। বাঙালি কী উড়িয়ে বঙ্গজননীর কোলে ফিরে এসেছে ? ক) পতাকা খ) বর্ণমালা গ) কার্তুজ ঘ) স্বাধীনতা 12 / 20 ১২। মুক্তিযুদ্ধকালে বাঙালির চেতনার বাতিঘর ছিল কোনটি ? ক) ভাষা আন্দোলন খ) বাংলার সৌন্দর্য গ) বিশ্বযুদ্ধকালীন প্রেক্ষাপট ঘ) দেশপ্রেম 13 / 20 ১৩। 'তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে'- চরণটিতে প্রকাশিত হয়েছে ক) প্রতিবাদ খ) প্রতিশোধ গ) আক্রমণ ঘ) নৃশংসতা 14 / 20 নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাওঃশাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়১৪। কবিতাংশের সাথে 'সাহসী জননী বাংলা' কবিতার চেতনাগত সাদৃশ্য কোনটি ? ক) শ্রেণিবিভেদ খ) বিজয়ী হওয়ার কৌশল গ) সংগ্রামী চেতনা ঘ) সংহতির চেতনা 15 / 20 ১৫। উক্ত চেতনার পরিপূর্ণতা লাভ হয়-i. মহা প্রতিরোধে বাঘের থাবায়ii. সাহসের ইস্পাত দৃঢ়তায়iii. সমস্ত বাধা-বিঘ্ন অতিক্রম করায়কোনটি সঠিক ? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii 16 / 20 ১৬। কামাল চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ? ক) ১৯৫৭ খ) ১৯৫৮ গ) ১৯৫৯ ঘ) ১৯৫২ 17 / 20 ১৭। মুক্তিযুদ্ধে বাঙালি মাতৃভূমির মুক্তির জন্য কী উৎসর্গ করেন? ক) ভিটেমাটি খ) নিজ সত্তা গ) সুস্থ জীবন ঘ) নির্ঘুম রাত্রি 18 / 20 ১৮। বাঙালির হাতে কী উঠেছে ? ক) বন্দুক খ) লাঠি গ) গ্রেনেড ঘ) কাস্তে 19 / 20 ১৯। কবি কামাল চৌধুরীর গ্রামের নাম কী? ক) বিজয়করা খ) তাম্বুলখানা গ) কাশবন ঘ) নিমতা 20 / 20 ২০। 'সাহসী জননী বাংলা' কবিতায় কবিতার হাতে কী উঠেছে ? ক) গ্রেনেড খ) রাইফেল গ) কার্তুজ ঘ) স্টেনগান Your score isThe average score is 84% LinkedIn Facebook VKontakte 0%
সাহসী জননী বাংলা
1 / 20
১। 'সাহসী জননী বাংলা' কবিতায় কোন দুটি নদীর নাম আছে ?
2 / 20
২। 'নীলকমল' বলতে 'সাহসী জননী' বাংলা কবিতায় কাদের বোঝানো হয়েছে ?
3 / 20
৩। বাঙালি কীসে মাত হবে বলে হানাদাররা ভেবেছিল?
4 / 20
৪। বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত বলে কবি একে বলেছেন -
5 / 20
৫। 'সাহসী জননী বাংলা' কবিতায় কবি 'বাঘের থাবা' বলতে কী বুঝিয়েছেন ?
6 / 20
৬। কবির মতে বাংলার বুকে কী চাপা আছে ?
7 / 20
৭। 'চির কবিতার দেশ'- পঙক্তিতে প্রকাশ পেয়েছে-
8 / 20
৮। 'অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে' চরণটি দ্বারা কবি কীসের ইঙ্গিত করেছেন?
9 / 20
৯। মধ্যরাতে কারা জাগে ?
10 / 20
১০। 'সাহসী জননী বাংলা' কবিতায় বাঙালির প্রতি পাকিস্তানিদের ধারণা -
i. অনার্য জাতি
ii. ভীতু
iii. খর্বদেহ
নিচের কোনটি সঠিক ?
11 / 20
১১। বাঙালি কী উড়িয়ে বঙ্গজননীর কোলে ফিরে এসেছে ?
12 / 20
১২। মুক্তিযুদ্ধকালে বাঙালির চেতনার বাতিঘর ছিল কোনটি ?
13 / 20
১৩। 'তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে'- চরণটিতে প্রকাশিত হয়েছে
14 / 20
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
শাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়
১৪। কবিতাংশের সাথে 'সাহসী জননী বাংলা' কবিতার চেতনাগত সাদৃশ্য কোনটি ?
15 / 20
১৫। উক্ত চেতনার পরিপূর্ণতা লাভ হয়-
i. মহা প্রতিরোধে বাঘের থাবায়
ii. সাহসের ইস্পাত দৃঢ়তায়
iii. সমস্ত বাধা-বিঘ্ন অতিক্রম করায়
কোনটি সঠিক ?
16 / 20
১৬। কামাল চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ?
17 / 20
১৭। মুক্তিযুদ্ধে বাঙালি মাতৃভূমির মুক্তির জন্য কী উৎসর্গ করেন?
18 / 20
১৮। বাঙালির হাতে কী উঠেছে ?
19 / 20
১৯। কবি কামাল চৌধুরীর গ্রামের নাম কী?
20 / 20
২০। 'সাহসী জননী বাংলা' কবিতায় কবিতার হাতে কী উঠেছে ?
Your score is
The average score is 84%
Home Page