রানার (বহুনির্বাচনি প্রশ্ন)-সেট ১

নবম -দশম শ্রেণি

129
Created on By admin

রানার

1 / 20

১। সুকান্ত ভট্টাচার্যকে প্রবলভাবে আলোড়িত করে-

2 / 20

২। সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন ?

3 / 20

৩। রানার কাজ নিয়েছে-

4 / 20

৪। রানারের কাঁধে কীসের বোঝা ?

5 / 20

৫। কীসের মতো বন পেছনে সরে যায় ?

6 / 20

৬। রানারের পথ চলা দেখে অবাক হয় কে?

7 / 20

৭। রানারের গতিকে কবি কীসের সাথে তুলনা করেছেন ?

8 / 20

৮। 'রানার' কবিতায় রানারকে আলো দেয় কে?

9 / 20

৯। রানারের পিঠে কীসের বোঝা ?

10 / 20

১০। দরদে কার চোখ মিটি মিটি কাঁপে ?

11 / 20

১১। রানারের কাছে কোনো কিছুই বাধা না হয়ে ওঠার কারণ -

12 / 20

১২। রানার দস্যুর চেয়েও বেশি ভয় পায় কোনটিকে ?

13 / 20

১৩। কবির মতে রানারের দুঃখের কথা কেবল কে জানবে ?

14 / 20

১৪। কীসের ক্লান্তিতে রানারের জীবন ক্ষয়ে যাচ্ছে ?

15 / 20

১৫। কবি রানারকে ভীরুতা পেছনে ফেলে কী নিয়ে চলতে বলেছেন ?

16 / 20

১৬। নতুন খবর কোথায় পৌঁছে দিতে হবে ?

17 / 20

১৭। রানারের দুঃখ-কষ্টের কথা জানবে না -

i. পথের তৃণ

ii. শহরের মানুষ

iii.গ্রামের মানুষ

নিচের কোনটি সঠিক ?

18 / 20

১৮। রানারের স্ত্রী রাত্রি জাগে -

i. অনেক দুঃখে

ii. বহু বেদনায়

iii. অভিমানে

নিচের কোনটি সঠিক ?

19 / 20

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ

আসিফ  সাহেব  একজন ডাক্তার । কোভিড -১৯ মহামারির সময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত মানুষকে সেবা দিয়ে গেছেন । এমনও সময় গিয়েছে তিনি টানা বিশ দিন বাসায়ও যাননি।

১৯। সাজিদ সাহেব রানার কবিতার কোন চরিত্রের প্রতিনিধি ?

 

20 / 20

২০। উদ্দীপকের সাজিদ সাহেব ও কবিতার উক্ত চরিত্রে যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে-

i. সততা

ii. দায়িত্ববোধ

iii.কর্তব্যনিষ্ঠা

নিচের কোনটি সঠিক ?

Your score is

The average score is 55%

0%

error: Content is protected !!