‘ঝর্ণার গান’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন
25 Created on November 09, 2020 By admin ঝর্ণার গান প্রতিটি প্রশ্নের মান- ১ সময়- ৩০ মিনিট NameEmail 1 / 30 ১। সত্যেন্দ্রনাথ দত্ত কোন শতকের কবি ? ক) অষ্টাদশ খ) উনবিংশ গ) বিংশ ঘ) একবিংশ 2 / 30 ২। 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? ক) সত্যেন্দ্রনাথ দত্ত খ) ধীরেন্দ্রনাথ দত্ত গ) রমেশ্চন্দ্র দত্ত ঘ) অক্ষকুমার দত্ত 3 / 30 ৩। সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন ? ক) মালদহ খ) মুরারিপুর গ) নিমতা ঘ) গোবিন্দপুর 4 / 30 ৪। সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বেঁচে ছিলেন ? ক) ২১ বছর খ) ৪১ বছর গ) ৪০ বছর ঘ) ৪৩ বছর 5 / 30 ৫। দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায় ? ক) পরীর খ) ঝিঁঝিঁর গ) শালিকের ঘ) বুলবুলির 6 / 30 ৬। 'ঝর্ণার গান' কবিতায় কয়টি পাখির নাম উল্লেখ আছে ? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি 7 / 30 ৭। ঝর্ণা কীভবে ধেয়ে চলে ? ক) ধীর পায়ে খ) চপল পায়ে গ) বিদ্যুৎ বেগে ঘ) কালসারের গতিতে 8 / 30 ৮। চলার পথে ঝর্ণা কার বোল সাধে ? ক) শালিকের খ) শুকের গ) বুলবুলির ঘ) চকোরের 9 / 30 ৯। ঝর্ণাকে চোখ পাকিয়ে ভয় দেখায় কে ? ক) ঝুম পাহাড় খ) কালসার গ) চকোর ঘ) মানুষ 10 / 30 ১০। 'একলা গাই, একলা ধাই'- এর পরের চরণ কোনটি ? ক) বিজন দেশ, কূজন নাই খ) নিজের পায়, বাজাই তাল গ) ঝিমায় পথ, ঘুমায় বন ঘ) দিবস রাত, সাঁঝ-সকাল 11 / 30 ১১। সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মৃত্যুবরণ করেন ? ক) ১৯২০ খ) ১৯২১ গ) ১৯২২ ঘ) ১৯২৩ 12 / 30 ১২। ঝর্ণা ঝিলিক দেয় - ক) বনে খ) পাথরের আঘাতে গ) পাহাড়ে ঘ) নদীতে 13 / 30 ১৩। ঝর্ণার পায়ে কোন ফুলের নূপুর ? ক) শিউলি খ) টগর গ) পদ্ম ঘ) জুঁই 14 / 30 ১৪। নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ? ক) বেলা শেষের গান খ) অপরাজিতা গ) ছায়াময়ী ঘ) নিশিন্দা নারী 15 / 30 ১৫। 'চপল পায়, কেবল ধাই'- এবক্তব্যে ঝর্ণার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ? ক) সৌন্দর্যপ্রীতি খ) প্রকৃতিচেতনা গ) শঙ্কাহীনতা ঘ) গতিময়তা 16 / 30 ১৬। 'একলা গাই, একলা ধাই, দিবস-রাত , সাঁঝ-সকাল' -এ বাক্যে ফুটে উঠেছে ঝর্ণার - ক) সৌন্দর্যপ্রীতি খ) প্রকৃতিচেতনা গ) ছুটে চলা ঘ) শঙ্কাহীন চিত্ত 17 / 30 ১৭। গিরির হিম ললাট ঘামল কেন? ক) ঝর্ণার গতিশীলতায় খ) ঝর্ণার ছুটে চলায় গ) ঝর্ণার উদ্ভবে ঘ) ঝর্ণার লাফিয়ে পড়ায় 18 / 30 ১৮। 'ঝর্ণার গান' কবিতায় 'চপল পায়' শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে ? ক) ২ বার খ) ৩ বার গ) ৪ বার ঘ) ৫ বার 19 / 30 ১৯। 'ঝর্ণার গান' কবিতায় মুখ বুলায় - ক) শালিক ও শুক খ) শালিক ও বুলবুলি গ) চকোর ও চাতক ঘ) চকোর ও চকোরী 20 / 30 ২০। 'কণ্ঠাতেই তৃষ্ণা যার'- এখানে কার কথা বলা হয়েছে ? ক) চকোর খ) শালিক গ) চাতক ঘ) শুক 21 / 30 ২১। 'ঝর্ণার গান' কবিতায় 'শুক' বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে ? ক) চাতক খ) টিয়া গ) ময়না ঘ) শালিক 22 / 30 ২২। ঝর্ণা কী দুলিয়ে যায় ? ক) মাথা খ) জরির জাল গ) অচল ঠাঁট ঘ) তরল শ্লোক 23 / 30 ২৩। 'ফটিক জল' বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে ? ক) চাতক খ) চকোর গ) শালিক ঘ) শুক 24 / 30 ২৪। 'বিভোল' শব্দের অর্থ কী ? ক) বিবশ খ) নিভৃত গ) কলরব ঘ) উন্মাদনা 25 / 30 ২৫। ঝর্ণা চায় - ক) চন্দ্রমা খ) আংরাখা গ) মুগ্ধ চোখ ঘ) থল ঝাঁঝি 26 / 30 ২৬। কে চাঁদের আলোর দিকে চায় ? ক) চকোর খ) চন্দ্রমা গ) চাতক ঘ) শুক 27 / 30 নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাওঃ'আমি নৃত্য-পাগল ছন্দআমি আপনার তালে নেচে যাইআমি মুক্ত জীবনানন্দ'২৭। উদ্দীপকের সাথে ঝর্ণা কবিতার কার মিল রয়েছে ? ক) পরী খ) ঝুম পাহাড় গ) চকোর ঘ) ঝর্ণা 28 / 30 ২৮। উক্ত মিলের কারণ ? ক) গতিময়তা খ) প্রাণবন্ত ভাব গ) স্বাধীনচেতা মনোভাব ঘ) চঞ্চল প্রকৃতি 29 / 30 ২৯। 'ঝর্ণার গান' কবিতায় প্রকাশ পেয়েছে-i. নিরন্তর ছুটে চলাii. বাধা না মানাiii. পিছুটাননিচের কোনটি সঠিক ? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii 30 / 30 ৩০। কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য নয় ? ক) তীর্থরেণু খ) হোমশিখা গ) ফুলের ফসল ঘ) তীর্থ-সলিল Your score isThe average score is 57% LinkedIn Facebook VKontakte 0%
ঝর্ণার গান
প্রতিটি প্রশ্নের মান- ১ সময়- ৩০ মিনিট
1 / 30
১। সত্যেন্দ্রনাথ দত্ত কোন শতকের কবি ?
2 / 30
২। 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
3 / 30
৩। সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন ?
4 / 30
৪। সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বেঁচে ছিলেন ?
5 / 30
৫। দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায় ?
6 / 30
৬। 'ঝর্ণার গান' কবিতায় কয়টি পাখির নাম উল্লেখ আছে ?
7 / 30
৭। ঝর্ণা কীভবে ধেয়ে চলে ?
8 / 30
৮। চলার পথে ঝর্ণা কার বোল সাধে ?
9 / 30
৯। ঝর্ণাকে চোখ পাকিয়ে ভয় দেখায় কে ?
10 / 30
১০। 'একলা গাই, একলা ধাই'- এর পরের চরণ কোনটি ?
11 / 30
১১। সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মৃত্যুবরণ করেন ?
12 / 30
১২। ঝর্ণা ঝিলিক দেয় -
13 / 30
১৩। ঝর্ণার পায়ে কোন ফুলের নূপুর ?
14 / 30
১৪। নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ?
15 / 30
১৫। 'চপল পায়, কেবল ধাই'- এবক্তব্যে ঝর্ণার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ?
16 / 30
১৬। 'একলা গাই, একলা ধাই, দিবস-রাত , সাঁঝ-সকাল' -এ বাক্যে ফুটে উঠেছে ঝর্ণার -
17 / 30
১৭। গিরির হিম ললাট ঘামল কেন?
18 / 30
১৮। 'ঝর্ণার গান' কবিতায় 'চপল পায়' শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে ?
19 / 30
১৯। 'ঝর্ণার গান' কবিতায় মুখ বুলায় -
20 / 30
২০। 'কণ্ঠাতেই তৃষ্ণা যার'- এখানে কার কথা বলা হয়েছে ?
21 / 30
২১। 'ঝর্ণার গান' কবিতায় 'শুক' বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে ?
22 / 30
২২। ঝর্ণা কী দুলিয়ে যায় ?
23 / 30
২৩। 'ফটিক জল' বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে ?
24 / 30
২৪। 'বিভোল' শব্দের অর্থ কী ?
25 / 30
২৫। ঝর্ণা চায় -
26 / 30
২৬। কে চাঁদের আলোর দিকে চায় ?
27 / 30
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
'আমি নৃত্য-পাগল ছন্দ
আমি আপনার তালে নেচে যাই
আমি মুক্ত জীবনানন্দ'
২৭। উদ্দীপকের সাথে ঝর্ণা কবিতার কার মিল রয়েছে ?
28 / 30
২৮। উক্ত মিলের কারণ ?
29 / 30
২৯। 'ঝর্ণার গান' কবিতায় প্রকাশ পেয়েছে-
i. নিরন্তর ছুটে চলা
ii. বাধা না মানা
iii. পিছুটান
নিচের কোনটি সঠিক ?
30 / 30
৩০। কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য নয় ?
Your score is
The average score is 57%
Homepage