একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র (বহুনির্বাচনি) মডেল টেস্ট-০৭
2 Created on November 14, 2020 By admin HSC মডেল টেস্ট -৭ NameEmail 1 / 30 ১। একদিন কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে কোন যুদ্ধের কথা ভাবছিলো ? ক) পানিপথের খ) পলাশীর গ) ওয়াটারলুর ঘ) বিশ্বযুদ্ধের 2 / 30 নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাওঃবেচারার মনে একটা বেশ দুঃখ ছিল ছেলেপুলে নেই।সৌদামিনীর স্বামী স্থির করলো, আর একটা বিয়েই যুক্তিযুক্ত। অন্তত চেষ্টা করে দেখা যাক। বংশ তো গুম করে দেওয়া চলে না।২। উদ্দীপকের সৌদামিনীর স্বামীর সঙ্গে 'লালয়াসালু' উপন্যাসের কোন চরিত্রের মানসিকতা বিদ্যমান? ক) খালেক ব্যাপারী খ) দুদু মিয়া গ) মতলুব খাঁ ঘ) মজিদ 3 / 30 ৩। উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে আমাদের সমাজের কোন অসঙ্গতি ফুটে উঠেছে ? ক) স্বেচ্ছাচারিতা খ) বহুবিবাহ গ) পুরুষতান্ত্রিকতা ঘ) বাল্যবিবাহ 4 / 30 ৪। 'চাষার দুক্ষু' প্রবন্ধে লেখিকার মতে বিলাসিতা ওরফে সভ্যতার সঙ্গে আর কোন ভূত আমাদের স্কন্ধে চেপে আছে? ক) অলসতা খ) আরামপ্রিয়তা গ) পরচর্চা ঘ) অনুকরণপ্রিয়তা 5 / 30 ৫। মোতাহের হোসেন চৌধুরীর মতে 'বস্তুজিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না' কারণ, তাতে -i. আত্মার উন্নতি হয় নাii. দৈহিক ও আত্মিক বৃদ্ধি ঘটে নাiii. জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় নাকোনটি সঠিক ? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii 6 / 30 ৬। 'অপরিচিতা' গল্পে উল্লেখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কোনটি ? ক) অন্তঃসলিলা খ) স্বচ্ছসলিলা গ) মন্দস্রোতা ঘ) খরস্রোতা 7 / 30 ৭। 'পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়' - 'বিড়াল' রচনার এ বাক্যে ফুটে উঠেছে - ক) প্রথাবিরুদ্ধ আচরণ খ) প্রথাগত আচরণ গ) স্বাভাবিক আচরণ ঘ) সহানুভূতিশীল আচরণ 8 / 30 'মাসি-পিসি' গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত ? প্রাগৈতিহাসিক সরীসৃপ পরিস্থিতি সমুদ্রের স্বাদ 9 / 30 রাইসুল জুহালা ছিলেন - সিরাজউদ্দৌলার গুপ্তচর উমিচাঁদের গুপ্তচর মিরজফরের গুপ্তচর দরবারের নৃত্যশিল্পী 10 / 30 'আজ থেকে কলকাতার নাম হলো আলিনগর' কবে থেকে ? ১৯ জুন ১৭৫৬ ৩ জুলাই ১৭৫৬ ১০ মার্চ ১৭৫৭ ১২ মে ১৭৫৭ 11 / 30 নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ'ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসেগোলাগুলির গোলেতে নয়, গভীর ভালোবেসে'১১। উদ্দীপকটি কোন কবিতার সাথে সম্পর্কযুক্ত ? ক) আঠারো বছর বয়স খ) আমি কিংবদন্তির কথা বলছি গ) সেই অস্ত্র ঘ) নূরলদীনের কথা মনে পড়ে যায় 12 / 30 ১২। উক্ত সাদৃশ্যের কারণ - ক) আঠারো বছর বয়স দুর্বার খ) যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায় গ) জাগো বাহে, কোনঠে সবাই ঘ) যে অস্ত্র উত্তেলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না 13 / 30 'অদৃষ্টের পরিহাস, তাই ভুল করেছিলাম'- উক্তিটি কার ? সিরজউদ্দৌলা ঘসেটি বেগম মিরজাফর নারান সিং 14 / 30 ১৪। সত্যের শিখাকে কে নিভাতে পারে ? ক) অহঙ্কারের জল খ) মিথ্যার জল গ) অজ্ঞতার জল ঘ) অন্তরের জল 15 / 30 ১৫। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতাটি কোন ছন্দে রচিত ? ক) স্বরবৃত্ত খ) মাত্রাবৃত্ত গ) অক্ষরবৃত্ত ঘ) পয়ার 16 / 30 'অমোঘ' শব্দের অর্থ কী ? বাসনা প্রত্যাশিত ইচ্ছা সার্থক 17 / 30 ১৭। নদীকে মনুষ্যত্বের প্রতীক বলেছেন কে ? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) মোতাহের হোসেন চৌধুরী গ) কাজী নজরুল ইসলাম ঘ) কাজী আব্দুল ওদুদ 18 / 30 ১৮। 'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় পদ্মা নদীর নাম কতবার এসেছে ? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ 19 / 30 ১৯। পারস্যের অগ্নি-উপাসকদের ধর্মগ্রন্থের নাম কী ? ক) জেন্দা খ) আবেস্তা গ) ত্রিপিটক ঘ) গ্রন্থসাহেব 20 / 30 ২০। নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন ? ক) জিওগ্রাফি খ) উর্দু গ) ইংরেজি ঘ) কেমিস্ট্রি 21 / 30 ২১। 'রেইনকোট' গল্পে নুরুল হুদা কয়বার বাড়ি পাল্টিয়েছে ? ক) ২ বার খ) ৩ বার গ) ৪বার ঘ) ৫ বার 22 / 30 ২২। 'তাহারেই পড়ে মনে' কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে ? ক) কবির স্বামী খ) মাঘের সন্ন্যাসী গ) ঋতুর রাজন ঘ) কবিভক্ত 23 / 30 ২৩। আল মাহমুদের চেতনার অবয়ব কী ক) সবুজ অরণ্য খ) চন্দনের ডাল গ) সাদা পাখি ঘ) বনচারী বাতাস 24 / 30 'লালসালু' উপন্যাসে আক্কাসের বাবার নাম কী ? কালু মিয়া দুদু মিয়া মোদাব্বের মিয়া সলেমন মিয়া 25 / 30 নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাওঃ'বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনাকূপমণ্ডূক 'অসংযমী'র আখ্যা দিয়াছে যারেতারি তরে ভাই গান রচে যাই বন্দনাকরি তারে'২৫। উদ্দীপকের সাথে কোন কবিতার ভাবগত মিল লক্ষণীয়? ক) সাম্যবাদী খ) সেই অস্ত্র গ) লোক-লোকান্তর ঘ) ঐকতান 26 / 30 ২৬। উদ্দীপকের ভাববস্তুর সম্পর্কিত কবিতার মিলবন্ধন- ক) উপেক্ষিতদের মর্যাদা দানে খ) অন্ত্যজ শ্রেণিকে অবহেলায় গ) অপূর্ণতার জন্য আক্ষেপ ঘ) ভবিষ্যৎ কবিদের প্রতি প্রত্যাশায় 27 / 30 ২৭। দোরের কাছে দাঁড়িয়ে বৃক্ষ অনবরত কীসের বাণী প্রচার করে ?i. নতিii. শান্তিiii. সেবানিচের কোনটি সঠিক ? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii 28 / 30 ২৮। 'মহাজাগতিক কিউরেটর' গল্পে কৌতূহলোদ্দীপক কোণটি ? ক) ভাইরাস খ) মানুষ গ) সাপ ঘ) পিঁপড়া 29 / 30 ২৯। পৃথিবীর প্রথম জাদুঘর কোথায় স্থাপিত হয়েছিল? ক) আলেকজান্দ্রিয়া খ) গ্রীস গ) স্পার্টা ঘ) তুরস্ক 30 / 30 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত ? ভাষা আন্দোলন গণ আন্দোলন মুক্তিযুদ্ধ দেশবিভাগ Your score isThe average score is 38% LinkedIn Facebook VKontakte 0%
HSC মডেল টেস্ট -৭
1 / 30
১। একদিন কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে কোন যুদ্ধের কথা ভাবছিলো ?
2 / 30
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
বেচারার মনে একটা বেশ দুঃখ ছিল ছেলেপুলে নেই।সৌদামিনীর স্বামী স্থির করলো, আর একটা বিয়েই যুক্তিযুক্ত। অন্তত চেষ্টা করে দেখা যাক। বংশ তো গুম করে দেওয়া চলে না।
২। উদ্দীপকের সৌদামিনীর স্বামীর সঙ্গে 'লালয়াসালু' উপন্যাসের কোন চরিত্রের মানসিকতা বিদ্যমান?
3 / 30
৩। উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে আমাদের সমাজের কোন অসঙ্গতি ফুটে উঠেছে ?
4 / 30
৪। 'চাষার দুক্ষু' প্রবন্ধে লেখিকার মতে বিলাসিতা ওরফে সভ্যতার সঙ্গে আর কোন ভূত আমাদের স্কন্ধে চেপে আছে?
5 / 30
৫। মোতাহের হোসেন চৌধুরীর মতে 'বস্তুজিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না' কারণ, তাতে -
i. আত্মার উন্নতি হয় না
ii. দৈহিক ও আত্মিক বৃদ্ধি ঘটে না
iii. জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না
কোনটি সঠিক ?
6 / 30
৬। 'অপরিচিতা' গল্পে উল্লেখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কোনটি ?
7 / 30
৭। 'পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়' - 'বিড়াল' রচনার এ বাক্যে ফুটে উঠেছে -
8 / 30
'মাসি-পিসি' গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত ?
9 / 30
রাইসুল জুহালা ছিলেন -
10 / 30
'আজ থেকে কলকাতার নাম হলো আলিনগর' কবে থেকে ?
11 / 30
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
'ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে
গোলাগুলির গোলেতে নয়, গভীর ভালোবেসে'
১১। উদ্দীপকটি কোন কবিতার সাথে সম্পর্কযুক্ত ?
12 / 30
১২। উক্ত সাদৃশ্যের কারণ -
13 / 30
'অদৃষ্টের পরিহাস, তাই ভুল করেছিলাম'- উক্তিটি কার ?
14 / 30
১৪। সত্যের শিখাকে কে নিভাতে পারে ?
15 / 30
১৫। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতাটি কোন ছন্দে রচিত ?
16 / 30
'অমোঘ' শব্দের অর্থ কী ?
17 / 30
১৭। নদীকে মনুষ্যত্বের প্রতীক বলেছেন কে ?
18 / 30
১৮। 'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় পদ্মা নদীর নাম কতবার এসেছে ?
19 / 30
১৯। পারস্যের অগ্নি-উপাসকদের ধর্মগ্রন্থের নাম কী ?
20 / 30
২০। নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন ?
21 / 30
২১। 'রেইনকোট' গল্পে নুরুল হুদা কয়বার বাড়ি পাল্টিয়েছে ?
22 / 30
২২। 'তাহারেই পড়ে মনে' কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে ?
23 / 30
২৩। আল মাহমুদের চেতনার অবয়ব কী
24 / 30
'লালসালু' উপন্যাসে আক্কাসের বাবার নাম কী ?
25 / 30
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
'বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা
কূপমণ্ডূক 'অসংযমী'র আখ্যা দিয়াছে যারে
তারি তরে ভাই গান রচে যাই বন্দনা
করি তারে'
২৫। উদ্দীপকের সাথে কোন কবিতার ভাবগত মিল লক্ষণীয়?
26 / 30
২৬। উদ্দীপকের ভাববস্তুর সম্পর্কিত কবিতার মিলবন্ধন-
27 / 30
২৭। দোরের কাছে দাঁড়িয়ে বৃক্ষ অনবরত কীসের বাণী প্রচার করে ?
i. নতি
ii. শান্তি
iii. সেবা
নিচের কোনটি সঠিক ?
28 / 30
২৮। 'মহাজাগতিক কিউরেটর' গল্পে কৌতূহলোদ্দীপক কোণটি ?
29 / 30
২৯। পৃথিবীর প্রথম জাদুঘর কোথায় স্থাপিত হয়েছিল?
30 / 30
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত ?
Your score is
The average score is 38%
Home Page
Youtube Channel