একাদশ/দ্বাদশ শ্রেণি মডেল টেস্ট: বহুনির্বাচনি -০৫
আপনার সময় শেষ
এইচ এস সি পূর্ণাঙ্গ মডেল টেস্ট-৫
এইচ এস সিবাংলা প্রথম পত্র মডেল টেস্ট-৫
1 / 30
১। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ইস্পাতের তরবারি যাকে সশস্ত্র করবে-
2 / 30
'বাংলাদেশ যে আপনার কাছে অনেককিছু আশা করে' - এখানে ' অনেক কিছু' বলতে বোঝানো হয়েছে-
3 / 30
'সেই অস্ত্র' কবিতায় 'সভ্যতার প্রতিশ্রুতি' হলো-
4 / 30
নিচের উদ্দীপকটি পড়ে তারকাচিহ্নিত(**) প্রশ্নদুটির উত্তর দাও:ধর্মের অপব্যাখ্যা আর সামাজিক কুসংস্কারের কাছে অসহায় আত্মসমর্পণ করে আলেয়া। অথচ তারই বড়ো বোন রাহেলা সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করতে চায়,যদিও পরিণামে তাকে কঠিন ফলই ভোগ করতে হয়।** রাহেলা 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ?
5 / 30
**উদ্দীপক ও 'লালসালু' উপন্যাস কোন মন্তব্যকে যৌথভাবে ধারণ করে?
6 / 30
'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি ?
7 / 30
'এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়'- এ বাক্যে প্রকাশ পেয়েছে মজিদের-
8 / 30
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) দুটি প্রশ্নের উত্তর দাও:হৈরব আর ভৈরব দুই ভাই। চিন্তায়-চেতনায়, স্বার্থে-পরার্থে যোজন দূরের বাসিন্দা তারা। কিন্তু তাদের মা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে হৈরব ভৈরবকে স্বার্থচিন্তা ও বিভেদ ভুলে একসাথে মায়ের সেবা করার আহ্বান জানায় ।
** উদ্দীপকে মায়ের সেবা সিরাজউদ্দৌলা নাটকের সিরাজ ও মিরজাফরের ক্ষেত্রে কোন প্রসঙ্গে তুলনীয় ?
9 / 30
উদ্দীপকের ভৈরব ও নাটকের মিরজাফর চরিত্রে যুগপৎ প্রকাশিত হয়েছে-
10 / 30
১০। 'মহাজাগতিক কিউরেটর' গল্পে কারা অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে?
11 / 30
১১। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধ অনুসারে যারা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি তাদের দেবতা কে?
12 / 30
১২। 'ঐকতান" কবিতায় কবি জ্ঞানের দীনতা পূরণ করেন কিসের দ্বারা?
13 / 30
১৩। 'আমি যদি খাইতে না পাইলাম, তবে সমাজের উন্নতি লইয়া কী করিব?' 'বিড়াল" প্রবন্ধের এ উক্তিতে প্রকাশিত হয়েছে-
14 / 30
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:একদল শ্রমজীবী নারী-পুরুষ লঞ্চে করে বাড়ি যাচ্ছিল ঈদের ছুটিতে। বিত্তবান মোহিত সাহেব স্ত্রী-সন্তান এবং আত্মীয়-পরিজন নিয়ে লঞ্চে উঠলে লঞ্চকর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বলে।অনেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজ সিটে বসে থাকে হালিমা।১৪। উদ্দীপকের হালিমা 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
15 / 30
16 / 30
১৭। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় 'নিজ কর্মদোষে হায়, মজাইলা/এ কনক লঙ্কা রাজা'- এখনে 'নিজ কর্মদোষ' বলতে কী বোঝানো হয়েছে ?
17 / 30
১৫। উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে -i.প্রতিবাদii.শ্রেণিবৈষম্যiii.ধর্মীয় উৎসব যাত্রানিচের কোনটি সঠিক?
18 / 30
নিচের উদ্দীপকটি পড়ে তারকাচিহ্নিত(**) প্রশ্ন দুটির উত্তর দাও:নিজেকে জানা হচ্ছে শিক্ষার মৌলিক উদ্দেশ্য, যার অর্থ প্রকৃত অর্থে মানুষ হয়ে ওঠা। অথচ আজকাল শিক্ষিত হয়ে অনেকেই মানবিক গুণ অর্জন করতে ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হচ্ছে শিক্ষা।** উদ্দীপকের 'নিজেকে জানা' সাম্যবাদী কবিতার কোন চরণে ফুটে উঠেছে?
19 / 30
**উদ্দীপকটি কোন বিবেচনায় সাম্যবাদী কবিতার প্রতিফলন?i. উদ্দেশ্য সফল না হওয়াii. মানবিক গুণ অর্জনে ব্যর্থতাiii. চিরকালীন সমাজব্যবস্থানিচের কোনটি সঠিক?
20 / 30
২০। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কে গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কি না জানতে চাওয়া হয়েছে?
21 / 30
২১। জাতীয় জাদুঘর কী বহন করে?
22 / 30
২২। 'তখন চাষা অন্নবস্ত্রের কাঙাল ছিলো না, তখন কিন্তু সে অসভ্য বর্বর ছিল' বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
23 / 30
২৩। 'সেখানে বরুণ/ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল' - উদ্ধৃতাংশে প্রকাশিত হয়েছে-
24 / 30
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ং প্রশ্নের উত্তর দাও:মেডিকেলের সামনে দিয়ে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিল সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি মজনু। হঠাৎ মিছিল আর গুলির শব্দ। ভাষা আন্দোলনকারিদের সাথে মজনুর ওপরও বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। তারপর থেকে মজনুও হয়ে উঠে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী।২৪। উদ্দীপকের পুলিশ 'রেইনকোট' গল্পে কার প্রতিনিধিত্ব করে?
25 / 30
২৫। উদ্দীপকের মজনু ও 'রেইনকোট' গল্পের নুরুল হুদার চারিত্রিক ঐক্য-
26 / 30
২৬। 'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় কবি কোন নদীর প্রেম চেয়েছেন?
27 / 30
'নিজের ওপর অটুট বিশ্বাস বলতে 'আমার পথ' প্রবন্ধে বোঝানো হয়েছে-
28 / 30
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:জেলা শহরের একমাত্র খেলার মাঠটি আবাসন কোম্পানি গ্রহণ করতে গেলে শহরের তরুণ গোষ্ঠী প্রতিবাদ জানায়। ৫২ এর ভাষা শহিদ রফিকের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে যেকোনো গণবিরোধী কাজে বাধা দেওয়ার শপথ নেয় তারা। শহরবাসী বিশ্বাস করে প্রতিবাদে-সংগ্রামে রফিক তাদের সাথেই আছেন।২৮। উদ্দীপকের ভাষা শহিদ রফিকের প্রতিবাদে-সংগ্রামে শহরবাসীর পাশে থাকার বিষয়টি 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ?
29 / 30
২৯। উদ্দীপকটি 'নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতার সাথে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ ?
30 / 30
ফেব্রুয়ারি১৯৬৯' কবিতায় ঘাতকের থাবার সামনে কে বুক পাতে?
Your score is
The average score is 20%
আরও দেখুন: Online Exam