সাম্যবাদী সেট -১
সাম্যবাদী [সেট-১]
1 / 30
'সাম্যবাদী' কবিতায় 'দেউল' শব্দের অর্থ কী?
2 / 30
২। 'সাম্যবাদী' কবিতায় 'পথে ফোটে তাজা ফুল" -দ্বারা কী বোঝানো হয়েছে ?
3 / 30
৩।চার্বাক কে?
4 / 30
৪। চার্বাক আস্থাশীল ছিলেন না-i. বেদেii. আত্মায়iii. পরলোকেকোনটি সঠিক ?
5 / 30
৫। 'এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়' চরণটিতে কীসের মাহাত্ম্য প্রকাশিত হয়েছে?
6 / 30
৬। 'সাম্যবাদী' কবিতায় 'মহা-বেদনার ডাক' বলতে কী বোঝানো হয়েছে?
7 / 30
৭। পারস্যের অগ্নি উপাসকদের ধর্গ্রন্থের নাম কী ?
8 / 30
৮। 'সাম্যবাদী' কবিতাটি কোন ছন্দে রচিত ?
9 / 30
৯। মহাবীর প্রতিষ্ঠিত ধর্মের নাম কী ?
10 / 30
১০। 'দোকানে কেন এ দরকষাকষি, পথে ফোটে তাজা ফুল'- এখানে দোকান বলতে বোঝানো হয়েছে-
11 / 30
১১। 'সাম্যবাদী' কবিতায় কোথায় শূল হানছে?
12 / 30
১২। 'জেন্দা' কী ?
13 / 30
১৩। 'সাম্যবাদী' কবিতায় কয়টি ধর্মগ্রন্থের নাম উল্লেখ আছে?
14 / 30
১৪। মানুষের হৃদয়ের চেয়ে যে বড় কোনো তীর্থ নেই এই প্রতীতী কাজী নজরুল ইসলামের কী ধরনের অনুভব ?
15 / 30
১৫। শাক্যমুনি কে?
16 / 30
১৬। বাঁশির কিশোর কাকে বলা হয়েছে ?
17 / 30
১৭। জেরুজালেম কোথায় অবস্থিত ?
18 / 30
১৮। মৃত পুঁথি-কঙ্কাল কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
19 / 30
১৯। নিজ প্রাণ খুলে দেখলে কি পাওয়া যাাবে ?
20 / 30
২০। কনফুসিয়াস কোান দেশের দার্শনিক ছিলেন?
21 / 30
২১। বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের কী বলা হয় ।
22 / 30
২২।শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী কোনটি ?
23 / 30
২৩। ‘হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে’—পঙিক্তটিতে তিনি কে?
24 / 30
২৪। ‘সাম্যবাদী’ কবিতায় ‘পার্সি’ শব্দটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
25 / 30
নজরুল কতসালে বাঙালি পল্টনে যোগ দেন?
26 / 30
কোনটি নজরুলের উপন্যাস?
27 / 30
নজরুল কতবছর বয়সে দূরারোগ্য রোগে আক্রান্ত হন?
28 / 30
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:জগৎ জুড়িয়া এক জাতি আছেসে জাতির নাম মানুষ জাতি২৮। উদ্দীপকের সাথে 'সাম্যবাদী' কবিতার সাদৃশ্য কোথায় ?
29 / 30
২৯। উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণের সাথে সম্পর্কযুক্ত ?
30 / 30
৩০। 'কন্দর' শব্দের অর্থ কী?
Your score is
The average score is 63%
আরও দেখুন: Online Exam