‘রেইনকোট’ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন
249 Created by admin'রেইনকোট' গল্পের বহুনির্বাচনি প্রশ্নHome Page :jochhona bilash NameEmail 1 / 30১। আখতারুজ্জামান ইলিয়াস রচিত ছোটগল্পের সংখ্যা কত ? ক) ২৫ খ) ২৬ গ) ২৭ ঘ) ২৮ 2 / 30২। রেইনকোট গল্পে আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ? ক) উর্দু খ) কেমিস্ট্রি গ) ইংরেজি ঘ) জিওগ্রাফি 3 / 30৩। আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসের সংখ্যা কত ? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ 4 / 30নুরুল হুদার মেয়ের বয়স কত ? তিন বছর সাড়ে চার বছর আড়াই বছর সাড়ে তিন বছর 5 / 30৫। মিলিটারি লাগার পর থেকে কলেজের সবাই কাকে দেখে তটস্থ ? ক) আকবর সাজিদ খ) নুরুল হুদা গ) ইসহাক ঘ) আফাজ আহমদ 6 / 30৬। ‘রেইনকোট’ গল্পে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে? ক) কর্নেল খ) মুক্তিবাহিনী গ) প্রেসিডেন্ট ঘ) মিলিটারি 7 / 30৭। মিলিটারি লাগার পর থেকে নুরুল হুদা কয়বার বাড়ি পাল্টিয়েছে ? ক) ৩ বার খ) ৪ বার গ) ৫ বার ঘ) ২ বার 8 / 30৮। ‘রেইনকোট’ গল্পের কথক কে? ক. গল্পকার খ. নুরুল হুদা গ. আব্দুস সাত্তার মৃধা ঘ. আকবর সাজিদ 9 / 30৯। ‘রেইনকোট’ গল্পে কেমিস্ট্রির প্রফেসরের নাম কী ? ক) নুরুল হুদা খ) আকবর সাজিদ গ) আব্দুসসাত্তার মৃধা ঘ) আফাজ আহমেদ 10 / 30১০। ইসহাক কোন মাসের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে ? ক) মার্চ খ) ফেব্রুয়ারি গ) এপ্রিল ঘ) জুন 11 / 30 মিন্টু কত তারিখে মুক্তিযুদ্ধে চলে যায় ? ২৩ মার্চ ২৩ মে ২৩ জুন ২৩ জুলাই 12 / 30১২। ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি কোন ধরনের তাৎপর্য বহন করে? ক) গূঢ় খ) অন্তর্নিহিত গ) বাস্তব ঘ) প্রতীকী 13 / 30১৩। কলেজের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল ? ক) ৮ টি খ) ৯ টি গ) ১০টি ঘ) ১১টি 14 / 30১৪। দোকানদার কয়জন খানসেনা খতমের কথা উল্লেখ করেছিল ? ক) ৫জন খ) ৪ জন গ) ৩ জন ঘ) ৬ জন 15 / 30১৫। ‘রেইনকোট’ গল্পটি কতসালে প্রকাশিত হয়? ক) ১৯৯৩ খ) ১৯৯৪ গ) ১৯৯৫ ঘ) ১৯৯৭ 16 / 30১৬। ‘রেইনকোট’ বৃষ্টি শুরু হয়েছিল- ক) শনিবার খ) সোমবার গ) মঙ্গলবার ঘ) বুধবার 17 / 30১৭। ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি মূলত কিসের প্রতীক? ক) প্রতিরোধের প্রতীক খ) স্মৃতির প্রতীক গ) আবেগের প্রতীক ঘ) দেশপ্রেমের প্রতীক 18 / 30১৮। 'এগুলো হল পাকিস্তানের শরঈরের কাঁটা'- উক্তিটি কার ? ক) কর্নেল খ) ইসহাক মিয়া গ) আব্দুস সাত্তার মৃধা ঘ) আফাজ আহমদ 19 / 30১৯। নূরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন? ক) মিলিটারিদের ভয়ে খ) নিজের, সন্তানদের পরিবারের দুশ্চিন্তায় গ) মার খেয়ে অসহ্য যন্ত্রণায় ঘ) মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্পর্কের উত্তেজনায় 20 / 30২০। রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধের কোন পর্যায়ের গল্প? ক) প্রস্তুতি পর্যায় খ) প্রথম পর্যায় গ) মধ্যম পর্যায় ঘ) শেষ পর্যায় 21 / 30২১। 'রেইনকোট' গল্পে 'আরে রাখো রাখো' বলতে বলতে কয়জন প্যাসেঞ্জার নেমে যায় ? ক) ২ জন খ) ৩ জন গ) ৪ জন ঘ) ৫ জন 22 / 30২২। 'মিসক্রিয়েন্ট' বলতে 'রেইনকোট' গল্পে কাদের বোঝানো হয়েছে ? ক) মুক্তিফৌজ খ) পাক বাহিনী গ) মিত্র বাহিনী ঘ) শান্তি বাহিনী 23 / 30'রেইনকোট' গল্পে রেইনকোটটি কীসের প্রতীক?i. মুক্তিযুদ্ধেরii.দেশপ্রেমেরiii. ন্যায়বোধেরনিচের কোনটি সঠিক ? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii 24 / 30'রেইনকোট' গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয়-i. উষ্ণতাii.সাহসiii.দেশপ্রেমনিচের কোনটি সঠিক ? i ও ii ii ও iii i ও iii i, ii ও iii 25 / 30নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) প্রশ্নদুটির উত্তর দাওঃকলেজ থেকে ফেরার পথে ছাত্র-পুলিশ সংঘর্ষের মধ্যে পড়ে যায় রুদ্র। পুলিশের বেধড়ক লাঠিপেটায় সেদিন থেকেই সে হয়ে ওঠে ভাষা আন্দোলনের একনিষ্ঠ কর্মী।** উদ্দীপকের রুদ্র 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের প্রতিনিধি ? মিন্টু নুরুল হুদা আকবর সাজিদ আসমা 26 / 30**উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের যে দিকের প্রতিনিধিত্ব করে - ভাষা আন্দোলন স্বাধিকার আন্দোলন রাজনৈতিক চেতনা গোষ্ঠীগত চেতনা 27 / 30দিনরাত উর্দুতে কথা বলে কে ? আকবর সাজিদ আফাজ আহমদ আব্দুস সাত্তার মৃধা ইসহাক মিয়া 28 / 30আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন ? ১৯৯১ ১৯৯৪ ১৯৯৫ ১৯৯৭ 29 / 30নুরুল হুদার ছেলের বয়স কত ? ৩ বছর ৪ বছর ৫ বছর ৬ বছর 30 / 30বোটানি ডপার্ট্মেন্ট এর জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল ? ২ টি ৩টি ৪টি ৫টি Your score isThe average score is 65% LinkedIn Facebook Twitter VKontakte 0%
'রেইনকোট' গল্পের বহুনির্বাচনি প্রশ্ন
Home Page :jochhona bilash
1 / 30
১। আখতারুজ্জামান ইলিয়াস রচিত ছোটগল্পের সংখ্যা কত ?
2 / 30
২। রেইনকোট গল্পে আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ?
3 / 30
৩। আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসের সংখ্যা কত ?
4 / 30
নুরুল হুদার মেয়ের বয়স কত ?
5 / 30
৫। মিলিটারি লাগার পর থেকে কলেজের সবাই কাকে দেখে তটস্থ ?
6 / 30
৬। ‘রেইনকোট’ গল্পে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে?
7 / 30
৭। মিলিটারি লাগার পর থেকে নুরুল হুদা কয়বার বাড়ি পাল্টিয়েছে ?
8 / 30
৮। ‘রেইনকোট’ গল্পের কথক কে?
9 / 30
৯। ‘রেইনকোট’ গল্পে কেমিস্ট্রির প্রফেসরের নাম কী ?
10 / 30
১০। ইসহাক কোন মাসের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে ?
11 / 30
মিন্টু কত তারিখে মুক্তিযুদ্ধে চলে যায় ?
12 / 30
১২। ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি কোন ধরনের তাৎপর্য বহন করে?
13 / 30
১৩। কলেজের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল ?
14 / 30
১৪। দোকানদার কয়জন খানসেনা খতমের কথা উল্লেখ করেছিল ?
15 / 30
১৫। ‘রেইনকোট’ গল্পটি কতসালে প্রকাশিত হয়?
16 / 30
১৬। ‘রেইনকোট’ বৃষ্টি শুরু হয়েছিল-
17 / 30
১৭। ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি মূলত কিসের প্রতীক?
18 / 30
১৮। 'এগুলো হল পাকিস্তানের শরঈরের কাঁটা'- উক্তিটি কার ?
19 / 30
১৯। নূরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন?
20 / 30
২০। রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধের কোন পর্যায়ের গল্প?
21 / 30
২১। 'রেইনকোট' গল্পে 'আরে রাখো রাখো' বলতে বলতে কয়জন প্যাসেঞ্জার নেমে যায় ?
22 / 30
২২। 'মিসক্রিয়েন্ট' বলতে 'রেইনকোট' গল্পে কাদের বোঝানো হয়েছে ?
23 / 30
'রেইনকোট' গল্পে রেইনকোটটি কীসের প্রতীক?
i. মুক্তিযুদ্ধের
ii.দেশপ্রেমের
iii. ন্যায়বোধের
নিচের কোনটি সঠিক ?
24 / 30
'রেইনকোট' গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয়-
i. উষ্ণতা
ii.সাহস
iii.দেশপ্রেম
25 / 30
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তারকাচিহ্নিত(**) প্রশ্নদুটির উত্তর দাওঃ
কলেজ থেকে ফেরার পথে ছাত্র-পুলিশ সংঘর্ষের মধ্যে পড়ে যায় রুদ্র। পুলিশের বেধড়ক লাঠিপেটায় সেদিন থেকেই সে হয়ে ওঠে ভাষা আন্দোলনের একনিষ্ঠ কর্মী।
** উদ্দীপকের রুদ্র 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের প্রতিনিধি ?
26 / 30
**উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের যে দিকের প্রতিনিধিত্ব করে -
27 / 30
দিনরাত উর্দুতে কথা বলে কে ?
28 / 30
আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন ?
29 / 30
নুরুল হুদার ছেলের বয়স কত ?
30 / 30
বোটানি ডপার্ট্মেন্ট এর জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল ?
Your score is
The average score is 65%
Home Page