বাক্য প্রকরণ (বহুনির্বাচনি প্রশ্ন)
16 Created by adminবাক্য প্রকরণ NameEmail 1 / 20১। বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম কী? ক) যোগ্যতা খ) আসত্তি গ) আকাঙ্ক্ষা ঘ) পূর্ণতা 2 / 20২। বাক্যের মৌলিক উপাদান কোনটি? ক) বর্ণ খ) বিভক্তি গ) শব্দ ঘ) ধ্বনি 3 / 20৩। ভাষার বিচারে এটি সমার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি 4 / 20৪। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে- বাক্যটি কোন বাক্যের উদাহরণ? ক) সরল বাক্য খ) যৌগিক বাক্য গ) জটিল বাক্য ঘ) মিশ্র বাক্য 5 / 20৫। ‘শবদাহ’ স্থলে ‘শবপোড়া’ ব্যবহার করলে কী দোষ ঘটে? ক) বাহুল্য দোষ খ) বাগধারার শব্দ পরিবর্তন গ) গুরুচন্ডলী দোষ ঘ) উপমার ভুল প্রয়োগ 6 / 20৬। ভাষার মূল উপাদান কী ? ক) ধ্বনি খ) শব্দ গ) বাক্য ঘ) অর্থ 7 / 20৭। কোন বাক্যে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য রয়েছে ? ক) খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি খ) আমি মাঠে গিয়ে দেখলাম, খেলা শেষ হয়ে গেছে গ) যে এসভায় অনুপস্থিত, সে বড় দুর্ভাগা ঘ) তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি 8 / 20৮। 'দোষ স্বীকার কর, তোমাদের শাস্তি দেব না' এটি কী ধরনের বাক্য ? ক) সরল বাক্য খ) জটিল বাক্য গ) যৌগিক বাক্য ঘ) মুখ্য বাক্য 9 / 20৯। 'বিপদ আসলে দুঃখও আসে' বাক্যটি কোন শ্রেণির ? ক) সরল বাক্য খ) মিশ্র বাক্য গ) যৌগিক বাক্য ঘ) সহজ বাক্য 10 / 20১০। ভাষার মূল উপকরণ কী ? ক) ধ্বনি খ) শব্দ গ) বাক্য ঘ) অর্থ 11 / 20১১। বাক্যে এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে ? ক) আকাঙ্ক্ষা খ) আসত্তি গ) যোগ্যতা ঘ) উদ্দেশ্য 12 / 20১২। কোনটি বাগধারার শব্দ পরিবর্তনজনিত ভুল ? ক) ঘোড়ার ডিম খ) গোড়ায় গলদ গ) ঘোটকের ডিম্ব ঘ) গোরীসেনের টাকা 13 / 20১৩। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ 14 / 20১৪। প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে-এ দুটি কী কী? ক) ক্রিয়া ও কর্ম খ) কর্তা ও কর্ম গ) উদ্দেশ্য ও বিধেয় ঘ) বিশেষ্য ও বিশেষণ 15 / 20১৫। যা পুর্বে দেখা যায়নি - এক কথায় কী হবে ? ক) অদৃষ্ট খ) দৃষ্টপূর্ব গ) অপূর্ব ঘ) অদৃষ্টপূর্ব 16 / 20১৬। হনন করার ইচ্ছা - এক কথায় কী হবে ? ক) হনেচ্ছা খ) হননেচ্ছা গ) কৃতঘ্ন ঘ) জিঘাংসা 17 / 20১৭। শুভ ক্ষণে জন্ম যার - এক কথায় কী হবে ? ক) শুভজন্ম খ) ক্ষণজন্মা গ) শুভজন্মা ঘ) শুভেচ্ছা 18 / 20১৮। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - এক কথায় কী হবে ? ক) ইতিহাসবেত্তা খ) ইতিহাসবিদ গ) ঐতিহাসিক ঘ) ইতিহাসজ্ঞ 19 / 20১৯। যার অন্য উপায় নেই - এক কথায় কী হবে? ক) নিরুপায় খ) উপায়হীন গ) অনোন্যপায় ঘ) উপায়ন্তর 20 / 20২০। সকলের জন্য প্রযোজ্য - এক কথায় কী হবে ? ক) সর্বজনীন খ) সার্বজনীন গ) অবিসংবাদী ঘ) সর্বেসর্বা Your score isThe average score is 54% LinkedIn Facebook Twitter VKontakte 0%
বাক্য প্রকরণ
1 / 20
১। বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম কী?
2 / 20
২। বাক্যের মৌলিক উপাদান কোনটি?
3 / 20
৩। ভাষার বিচারে এটি সমার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন?
4 / 20
৪। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে- বাক্যটি কোন বাক্যের উদাহরণ?
5 / 20
৫। ‘শবদাহ’ স্থলে ‘শবপোড়া’ ব্যবহার করলে কী দোষ ঘটে?
6 / 20
৬। ভাষার মূল উপাদান কী ?
7 / 20
৭। কোন বাক্যে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য রয়েছে ?
8 / 20
৮। 'দোষ স্বীকার কর, তোমাদের শাস্তি দেব না' এটি কী ধরনের বাক্য ?
9 / 20
৯। 'বিপদ আসলে দুঃখও আসে' বাক্যটি কোন শ্রেণির ?
10 / 20
১০। ভাষার মূল উপকরণ কী ?
11 / 20
১১। বাক্যে এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে ?
12 / 20
১২। কোনটি বাগধারার শব্দ পরিবর্তনজনিত ভুল ?
13 / 20
১৩। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
14 / 20
১৪। প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে-এ দুটি কী কী?
15 / 20
১৫। যা পুর্বে দেখা যায়নি - এক কথায় কী হবে ?
16 / 20
১৬। হনন করার ইচ্ছা - এক কথায় কী হবে ?
17 / 20
১৭। শুভ ক্ষণে জন্ম যার - এক কথায় কী হবে ?
18 / 20
১৮। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - এক কথায় কী হবে ?
19 / 20
১৯। যার অন্য উপায় নেই - এক কথায় কী হবে?
20 / 20
২০। সকলের জন্য প্রযোজ্য - এক কথায় কী হবে ?
Your score is
The average score is 54%
Home page